Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

দুয়ারে বইমেলা , জানালেনপাবলিশার্স এন্ড বুক সেলারস গিল্ডের সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায়

দুয়ারে সরকারের মত দুয়ারে দুয়ারে বইমেলা করতে হবে। মানুষের কাছে বই পৌঁছে দেওয়াটাই আমাদের প্রথম এবং প্রধান দায়িত্ব। তাম্রলিপ্ত বইমেলায় এসে একথা জানালেন পাবলিশার্স এন্ড বুক সেলারস গিল্ডের সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায়।
মঙ্গলবার …


দুয়ারে সরকারের মত দুয়ারে দুয়ারে বইমেলা করতে হবে। মানুষের কাছে বই পৌঁছে দেওয়াটাই আমাদের প্রথম এবং প্রধান দায়িত্ব। তাম্রলিপ্ত বইমেলায় এসে একথা জানালেন পাবলিশার্স এন্ড বুক সেলারস গিল্ডের সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায়।


মঙ্গলবার চতুর্থ বর্ষ তাম্রলিপ্ত বইমেলা শুরু হয় তমলুক শহরের রাখাল মেমোরিয়াল ফুটবল গ্রাউন্ডে। বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে তমলুক শহর পরিক্রমা করে তমলুক রাখাল মেমোরিয়াল ফুটবল মাঠে শেষ হয়। বর্ণাঢ্য শোভাযাত্রায় পা মেলান তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায়, তাম্রলিপ্ত বই মেলা কমিটির সম্পাদক বিধানচন্দ্র সামন্ত সহ অন্যান্য সদস্যরা। তাম্রলিপ্ত বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে কথা সাহিত্যিক অনিতা অগ্নিহোত্রী, পাবলিশার এন্ড বুকসেলার্স গিল্ডের সভাপতি সুধাংশু শেখর দে, পাবলিশার এন্ড বুক সেলারস গিল্ডের সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায়, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক, জেলা পুলিশ সুপার অমরনাথ কে সহ বিশিষ্টজনেরা। তাম্রলিপ্ত বই মেলা ১৪ই ফেব্রুয়ারি থেকে ১৯শে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। প্রতিদিন দুপুর একটা থেকে রাত্রি আটটা পর্যন্ত বই মেলা খোলা থাকবে। প্রত্যেকদিন বিভিন্ন প্রতিযোগিতা রাখা হয়েছে। বিশেষ করে স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের কথা মাথায় রেখে আন্ত বিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতা। গত দুবছর করোনা কাল কাটিয়ে এবছর অনেকটাই স্বাভাবিক ছন্দে ফিরেছে তাম্রলিপ্ত বইমেলা। পাবলিশার্স এন্ড বুক সেলারস গিল্ড এর সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায় বলেন "কলকাতা বইমেলা সেন্ট্রালই হয়। কিন্তু জেলায় জেলায় গ্রামগঞ্জে শহরে শহরে বইমেলা খুবই জরুরী। দুয়ারে সরকারের মত দুয়ারে দুয়ারে বইমেলা করতে হবে।"


তাম্রলিপ্ত বইমেলায় ৫৩ টি স্টল রয়েছে। কলকাতা থেকে নামিদামি পাবলিশার্সরা তাদের বইয়ের সম্ভার নিয়ে তাম্রলিপ্ত বইমেলায় হাজির হয়েছে। সব মিলিয়ে কয়েকটা দিন তমলুক শহর জমজমাট থাকবে এমন টাই মনে করা হচ্ছে।