Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন
একি নিয়তির পরিহাস
ডা.শামস রহমান ২৭ ফাল্গুন'১৪২৯;ইং ১২/০৩/২৩
গা গতরে মাংস কিছু তার অংশ,পেটে গেল ধোকা খেয়েহালাল হারাম বুঝবে না অকাম,কেউদেখলো চক্ষু দিয়ে!কুত্তা বিড়ালের কী নিদারুণ হাল ঘুরে বেড়ায় ভয়ে ভয়েকে আছিস ও…


 সৃষ্টি সাহিত্য যাপন


একি নিয়তির পরিহাস


ডা.শামস রহমান 

২৭ ফাল্গুন'১৪২৯;ইং ১২/০৩/২৩


গা গতরে মাংস কিছু তার অংশ,পেটে 

গেল ধোকা খেয়ে

হালাল হারাম বুঝবে না অকাম,কেউ

দেখলো চক্ষু দিয়ে!

কুত্তা বিড়ালের কী নিদারুণ হাল ঘুরে 

বেড়ায় ভয়ে ভয়ে

কে আছিস ওকে জলদি থামা,এমন

সত‍্যনাশ কী প্রাণে সয়?


রেস্টুরেন্টে খেয়ে বেকুব ওয়াক থু,

যায় সে মনের খুশীতে

এমন ভাগ‍্য লেখা আছে জানলে,তবে 

কী ভেজটেরিয়ান হয়ে যেতে?

চীনি কোরিয়ান স‍্যাম্পল কে আনলো 

বাংলায়,চোখ বুজে খেয়ে যাই

রাক্ষসে এর চেয়ে খারাপ কিছু করবে,

হাউ মাউ কাউ কিসের গন্ধ পাই!


কার আছে দম দিনের আলোকে 

সবকিছু ভালো দেখাবে

রাত্রির আঁধারে রয়ে যাবে কাহিনি,

কেউ কী কখনো খুঁজবে?

বিশ্বাস আশ্বাসে গলায় পড়ি ফাঁস,

দুটোতেই হাসফাস 

কিংকর্তব‍্যবিমূঢ় মানুষের স্বভাবে,

একি নিয়তির পরিহাস?


স্বভাবকে বলো অভ‍্যাসের দাস,সময়

থাকতে শুধরে নাও

বড় দেরী হবে হাতে থাকবে না তখন,

ফিরে আসার পথ কারও

মন হলো এক ভিজে দলামাটি,গড়ায়

যেনো এক শিল্পী

শতাব্দী পেরিয়ে প্রজন্ম বলবে বাঙালির 

বীরগাঁথা গল্প!


একটু ভুল তার মাশুলে হয় সারাজীবন

বরবাদ

ঈমান আছে যার সে তো বান্দা খোদার,

মিছে কেনো অবসাদ

এক একটি দিন আসবে পতাকা ভাসবে, 

লাল সবুজের ময়দানে 

এমনই দিনের যারা স্বপ্ন দেখেছিল,লহ

কুর্ণিশ প্রাঙ্গণে।


-Shams Rahman.


-