Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন বিভাগ -------- কবিতা শিরোনাম ----- ভালো হওয়া কঠিন কলমে --------- তরু তালুকদার তারিখ --------- ১৮/০৩/২০২৩ 
দোষগুণ নিয়েই মানুষ চলছে সমাজে ভাই ;আচরণের মাঝেই সবার বিচার করবে তাই। 
গুণটি যদি দোষত্রুটিকে ছাপ…


 সৃষ্টি সাহিত্য যাপন 

বিভাগ -------- কবিতা 

শিরোনাম ----- ভালো হওয়া কঠিন 

কলমে --------- তরু তালুকদার 

তারিখ --------- ১৮/০৩/২০২৩ 


দোষগুণ নিয়েই মানুষ চলছে সমাজে ভাই ;

আচরণের মাঝেই সবার বিচার করবে তাই। 


গুণটি যদি দোষত্রুটিকে ছাপিয়ে কখনো যায় ;

গুণী মানুষ অবশ্যই সে, মিলা যে ভারী দায়। 


ভালো হওয়া বড্ড কঠিন, অনেক সময় লাগে ;

ধৈর্য আর মানবতাবোধ -- প্রমাণ দাও আগে । 


এক মিনিটেই কোনো মানুষ খারাপ হতে পারে ;

পশু বৃত্তি জাগে যদি সেই মানুষের ঘাড়ে। 


খারাপ হওয়া খুবই সহজ, ভালো হওয়া কঠিন;

এই কথাটি গুণীজনেরা বলেছেন চিরদিন।