Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন কবিতা প্রতিযোগিতা শিরোনাম : স্বদেশে শ্রম কলমে : ড. মুহাম্মদ ইউনুস তারিখ : ১৮/০৩/২০২৩ %%%%%%%%%%%%%%
স্বদেশে থাকেও যাঁরা .................. অনেক কষ্ট করে তাঁদেরও টাকা আসে ..............সম্মান অনেক বাড়ে। 
যে কষ…


 সৃষ্টি সাহিত্য যাপন কবিতা প্রতিযোগিতা 

শিরোনাম : স্বদেশে শ্রম 

কলমে : ড. মুহাম্মদ ইউনুস 

তারিখ : ১৮/০৩/২০২৩ 

%%%%%%%%%%%%%%


স্বদেশে থাকেও যাঁরা 

.................. অনেক কষ্ট করে 

তাঁদেরও টাকা আসে 

..............সম্মান অনেক বাড়ে। 


যে কষ্ট পরিশ্রম তাঁরা 

................. বিদেশ গিয়ে করে

এ শ্রম দেশে দিলে

................চলবে আরাম করে। 


দেশের মাটি উর্বর হবে 

.............. দেশ সমৃদ্ধশালী হবে

দেশ মোদের এগিয়ে যাবে 

.................শান্তি আসবে ভবে। 


খালি জমি খালি ভূমি 

.......... কিছুই মোরা রাখবো না

উন্নত চাষ করবো মোরা 

............দেশ পিছিয়ে রইবে না। 


ওহে যুবা কিশোর দল

................ সামনে এগিয়ে চল

দেশকে এগিয়ে নিতেই হবে  

..............চাঙ্গা করো মনোবল। 


    প্রফেসর, আরবী বিভাগ 

      চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়