শিরোনাম - "আগুনের আভা" কলমে-টিঙ্কু ঘোষ (মিষ্টি) তারিখ - ১৯/৩/২০২৩
আগুনের আভা বহুদূর থেকে দেখা যায়,সেই আগুনের তাপে কাছের মানুষদের ঝলসে দেয়।বৈশাখী এক ঝড় এসে সবকিছু উল্টো পাল্টা করে দেয়, প্রকৃতির এই খেলা চলে তবু কেন সব…
শিরোনাম - "আগুনের আভা"
কলমে-টিঙ্কু ঘোষ (মিষ্টি)
তারিখ - ১৯/৩/২০২৩
আগুনের আভা বহুদূর থেকে দেখা যায়,
সেই আগুনের তাপে কাছের মানুষদের ঝলসে দেয়।
বৈশাখী এক ঝড় এসে সবকিছু উল্টো পাল্টা করে দেয়,
প্রকৃতির এই খেলা চলে তবু কেন সব এলোমেলো হয়ে যায়।
কালবৈশাখী এক ঝড়ে বৃষ্টিধারায় সিক্ত হলো মন,
আমের মুকুল মাটিতে পড়ে লুটোপুটি খায় অনুক্ষণ।
সবকিছু পরিস্কার হয়ে গেলে আবার ঠিক করে রাখি,
ভুলে যায় তছনছ হবে তবু কেন আবার বাসা বাঁধে পাখি। 🤜🤛❤️❤️মিষ্টি ❤️❤️🤜🤛