অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল দুরন্ত এক্সপ্রেস। ব্রেক লক হয়ে ট্রেনটি দাঁড়িয়ে রয়েছে পূর্ব মেদিনীপুরের ভোগপুর স্টেশনে। হাওড়া ব্যাঙ্গালুরু দুরন্ত এক্সপ্রেস। যাকে রেলের ইঞ্জিনিয়ারিং ভাষায় বলা হচ্ছে ব্রেক বাইন্ডি…
অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল দুরন্ত এক্সপ্রেস। ব্রেক লক হয়ে ট্রেনটি দাঁড়িয়ে রয়েছে পূর্ব মেদিনীপুরের ভোগপুর স্টেশনে। হাওড়া ব্যাঙ্গালুরু দুরন্ত এক্সপ্রেস। যাকে রেলের ইঞ্জিনিয়ারিং ভাষায় বলা হচ্ছে ব্রেক বাইন্ডিং। প্রায় তিন ঘণ্টা ধরে আটকে রয়েছে ট্রেন। দূরপাল্লার এই ট্রেনের যাত্রী দুর্ভোগ। গরমে নাজেহাল যাত্রীরা। চরম অব্যবস্থার অভিযোগ রেলের বিরুদ্ধে।
হাওড়া ব্যাঙ্গালুরু দূরন্ত এক্সপ্রেসে বিভ্রাট,বেলা ১২ টা থেকে আটকে রয়েছে পূর্ব মেদিনীপুরের ভোগপুর স্টেশনে।সকাল ১০.৫০ নাগাদ হাওড়া থেকে ছাড়ে।কিন্তু বেলা ১২ টা নাগাদ এস-৩ কামরার কাছে গাড়ির চাকা ব্রেক বাইন্ডিং হয়।যারফলে সমস্যায় পড়তে হয় যাত্রীদের।দুপুর ২ টো নাগাদ ট্রেনের কামরা সরানো হয়।এস ৩ কামরাটি সরিয়ে অন্য নতুন কামরা সংযোগের ব্যবস্থা চলছে।এখনো আটকে ট্রেনটি।