নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর : অবিলেম্বে বকেয়া সমস্ত ডি এ প্রদান, শূন্য পদগুলিতে দ্রূত স্বচ্ছ নিয়োগ, যোগ্য অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণে দাবিতে আগামী ১০ ই মার্চ রাজ্যজুড়ে রাজ্য কোষাগার থেকে বেতন প্রাপ্ত কর্মচারী সমূহের যৌথ মঞ্…
নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর : অবিলেম্বে বকেয়া সমস্ত ডি এ প্রদান, শূন্য পদগুলিতে দ্রূত স্বচ্ছ নিয়োগ, যোগ্য অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণে দাবিতে আগামী ১০ ই মার্চ রাজ্যজুড়ে রাজ্য কোষাগার থেকে বেতন প্রাপ্ত কর্মচারী সমূহের যৌথ মঞ্চ এবং সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বানে সরকারী অফিস,আদালত,স্কুল-মাদ্রাসা-কলেজ- বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য ক্ষেত্রে ধর্মঘট অনুষ্ঠিত হবে। এতে সামিল হয়েছে সরকার কর্মচারীদের সংগঠন রাজ্য-কোঅর্ডিনেশন কমিটি, শিক্ষক সংগঠন এবিটিএ, এবিপিটিএ সহ আরও বিভিন্ন ক্ষেত্রের কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মী সংগঠন।এই ধর্মঘটেকে সামনে রেখে শনিবার প্রাক্ সন্ধ্যায় মেদিনীপুর শহরে মিছিল করলো ১২ ই জূলাই কমিটি। মেদিনীপুর শহরের কর্মচারী ভবন থেকে এই মিছিল শুরু হয়ে বিভিন্ন রাস্তা পরিক্রমা করে মিছিল পুনরায় কর্মচারী ভবনে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন ১২ ই জুলাই কমিটির জেলা নেতৃবৃন্দ।