Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

দুর্নীতিযুক্ত তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীদের শাস্তির দাবিতে বামপন্থী ছাত্র যুবদের মহকুমা অভিযান তমলুকে

বাবলু বন্দোপাধ্যায়।     তমলুকএকের পর এক তৃণমূলের নেতৃত্ব যেভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত  তাদের শাস্তির দাবি নিয়ে এবার পথে নামলো  তমলুক মহাকুমার  বামপন্থী ছাত্র যুব । মঙ্গলবার  ছাত্র যুব অভিযানের মধ্য দিয়ে দাবি আদায়ের সমর্থনে প্…



বাবলু বন্দোপাধ্যায়।     তমলুক

একের পর এক তৃণমূলের নেতৃত্ব যেভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত  তাদের শাস্তির দাবি নিয়ে এবার পথে নামলো  তমলুক মহাকুমার  বামপন্থী ছাত্র যুব । মঙ্গলবার  ছাত্র যুব অভিযানের মধ্য দিয়ে দাবি আদায়ের সমর্থনে প্রশাসনের দুটি ব্যারিকেট ভেঙে মহকুমা শাসকের দপ্তরে যখন প্রতিবাদ মিছিল এগোতে থাকে ছাত্র-যুব কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তিও হয় বলে খবর। এই মিছিল তমলুকের রাজপথে নতুন করে বামপন্থী ছাত্র যুব সংগঠনের পরবর্তী আন্দোলনের  উৎসাহ  দিল। মহকুমা জুড়ে জড়ো হওয়া ছাত্র যুবদের ভিড়  লক্ষ্য করা যায় এই মিছিলে। মিছিলে নেতৃত্ব দেন এ আই ওয়াই এফ এর নেতৃত্ব গৌরাঙ্গ কুইল্যা ,অঞ্জন সাউ, এআইএসএফের সন্দীপ চক্রবর্তী, ডি ওয়াই এফ আই এর নেতৃত্ব ইব্রাহিম আলী, এসএফআইয়ের নেতৃত্ব ইন্দ্রজিৎ সরকার সহ অন্যান্য বামপন্থী ছাত্র যুব সংগঠনের নেতৃত্বরা। মূল দাবিগুলির মধ্যে ছিল রাজ্যে যে  পঞ্চায়েত নির্বাচন আসছে  প্রশাসনকে দায়িত্ব নিয়ে স্বচ্ছতার ভিত্তিতে নির্বাচন করতে হবে, রাজ্য সরকারের পরিকল্পনা আট হাজার দুশো বেশি সরকারি পরিচালিত স্কুল বন্ধ করে দেওয়ার যে মতলব  তা বন্ধ করতে হবে, স্বচ্ছতার  মধ্যে নিয়োগ করতে হবে ইত্যাদি। মহকুমা শাসকের দপ্তর থেকে জানানো হয়েছে  এই মিছিল আটকানোর জন্য পুলিশ  মোতায়ন করা হয়েছিল। বিক্ষোভকারীরা দুটি ব্যারিকেড ভাঙলেও তৃতীয় ব্যারিকেড  ভাঙতে দেয়নি প্রশাসন অশান্তির খবর তেমন নেই।