বাবলু বন্দ্যোপাধ্যায়। তমলুক রাজ্য সরকারের মুখের বাণী আর বিশ্বাস করতে পারছে না বামপন্থী সংগঠনের কর্মী সমর্থকরা সোমবার তমলুকের রাজপথে বেশ কিছু দাবি নিয়ে পূর্ব মেদিনীপুর জেলার বামপন্থী সংগঠন এ আই টি ইউ সি ও সারা ভারত কৃষক সভা …
বাবলু বন্দ্যোপাধ্যায়। তমলুক
রাজ্য সরকারের মুখের বাণী আর বিশ্বাস করতে পারছে না বামপন্থী সংগঠনের কর্মী সমর্থকরা সোমবার তমলুকের রাজপথে বেশ কিছু দাবি নিয়ে পূর্ব মেদিনীপুর জেলার বামপন্থী সংগঠন এ আই টি ইউ সি ও সারা ভারত কৃষক সভা পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক ও ডিএলসির নিকট ডেপুটেশন দিল। ডেপুটেশন দেওয়ার আগে সুবিশাল একটি মিছিল তমলুকের রাজপথ পরিক্রমা করে। জেলা শাসকের দপ্তরের অনতি দূরে একটি সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন এ আই টি ইউসির রাজ্যের সহ-সম্পাদক বিপ্লব ভট্ট, জেলা সম্পাদক গৌতম পন্ডা, ট্রেড ইউনিয়ন নেতা নবেন্দু ঘড়া, গৌরাঙ্গ কুইলা, নির্মল বেরা প্রমুখ নেতৃত্ব। জেলা প্রশাসন সূত্রের খবর একটি রাজনৈতিক দল তাদের বেশ কিছু দাবি-দাওয়া নিয়ে এসেছিল বিষয়গুলি দেখা হচ্ছে বলে নেতৃত্বদের আশ্বাস দিয়েছেন।