Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কৃষক ও শ্রমিকদের সমস্যা নিয়ে পথে বামপন্থীরা তমলুকে রাজপথে

বাবলু বন্দ্যোপাধ্যায়। তমলুক রাজ্য সরকারের মুখের বাণী আর বিশ্বাস করতে পারছে না বামপন্থী সংগঠনের কর্মী সমর্থকরা সোমবার তমলুকের রাজপথে বেশ কিছু দাবি নিয়ে পূর্ব মেদিনীপুর জেলার বামপন্থী সংগঠন এ আই টি ইউ সি ও সারা ভারত কৃষক সভা …

 


বাবলু বন্দ্যোপাধ্যায়। তমলুক

 রাজ্য সরকারের মুখের বাণী আর বিশ্বাস করতে পারছে না বামপন্থী সংগঠনের কর্মী সমর্থকরা সোমবার তমলুকের রাজপথে বেশ কিছু দাবি নিয়ে পূর্ব মেদিনীপুর জেলার বামপন্থী সংগঠন এ আই টি ইউ সি ও সারা ভারত কৃষক সভা পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক ও ডিএলসির নিকট ডেপুটেশন দিল। ডেপুটেশন দেওয়ার আগে সুবিশাল একটি মিছিল তমলুকের রাজপথ পরিক্রমা করে। জেলা শাসকের দপ্তরের অনতি দূরে একটি সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন এ আই টি ইউসির রাজ্যের সহ-সম্পাদক বিপ্লব ভট্ট, জেলা সম্পাদক গৌতম পন্ডা, ট্রেড ইউনিয়ন নেতা নবেন্দু ঘড়া, গৌরাঙ্গ কুইলা, নির্মল বেরা প্রমুখ নেতৃত্ব। জেলা প্রশাসন সূত্রের খবর একটি রাজনৈতিক দল তাদের বেশ কিছু দাবি-দাওয়া নিয়ে এসেছিল বিষয়গুলি দেখা হচ্ছে বলে নেতৃত্বদের আশ্বাস দিয়েছেন।