#সৃষ্টি_সাহিত্য_যাপন ********************* হ্যামেলিনের বাঁশীওয়ালা """""""""""""""""""" ধ্রুবজ্যো…
#সৃষ্টি_সাহিত্য_যাপন
*********************
হ্যামেলিনের
বাঁশীওয়ালা
""""""""""""""""""""
ধ্রুবজ্যোতি ঘোষ
২৪ চৈত্র, ১৪২৯
০৮.৪.২০২৩
*********************
আর কত লাশ গুণবে বলো ভিক্ষাপাত্র হাতে?
সিংহাসনের কাছে আর কত রক্তঋণ আছে ?
রক্তনদীতে ভাসে ইঁদুরের মতো মৃত মানুষ...
হ্যামেলিনের মিথ্যুক বাঁশিওয়ালাও
লজ্জায় ঢাকে তার মুখ!
বিষের বাঁশী বাজায় লোলুপ রাজা...
ভাগাড়ের হাড়ের মতো জমে
রাজানুগত অসূয়ার স্তূপ!
তার চোখে ভাসে অশ্লীল সেই রাজদণ্ড অপরূপ।
রাজযজ্ঞের আগুন জ্বলে দাউদাউ!
তার চাই নিত্য নতুন আহুতির মুখ।
সে সর্বভুক!
চাই শুধু মনহীন অবয়ব,
হোক না সে সাতবাসি শব!
লাশগুলো তাই যাচ্ছে না শ্মশানে
কিম্বা গোরস্থানে;
ওরা মর্গ্ থেকে বেরিয়েই
চলে যায় অমানিশার ফুলবাগানে...
পিন ফোটানো চিরকুটে লটকানো 'শহিদ স্মরণে'
ধুয়ে যায়
কার না কার চোখের ময়লা জলে!
মৃতনগরীর সারি সারি লাশ মাড়িয়ে
চলে যায় রাজরথ বিনা ভূমিকায়,
যেখানে শূন্য সিংহাসন আকুল অপেক্ষায়;
সেখানেই হবে রাজ্যাভিষেক বিধিসম্মত।
সারি সারি রোবটের মতো
দাঁড়িয়ে থাকবে যজ্ঞের বলি সব লাশ;
করবে যান্ত্রিক পুষ্পবর্ষণ...
সুনাগরিকের বিলক্ষণ সুলক্ষণ!
*********************