Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন
ছন্দ মিলের কবিতাকলমে - সোমা সাহা (স্ফেরুমিনা)
আজব দেশের আজব কথা
রোদের দেশে হটাৎ যদি ঝুম বৃষ্টি নামে,না থামার ট্রেনটা যদি কোন কারণ থামে।রোদ কন্যা রোদেলা তার খেলার পুতুল নিয়ে,ঝাঁপাই জোরে রোদ ঝিকমিক রূপোর জলে গিয়ে।…


 সৃষ্টি সাহিত্য যাপন


ছন্দ মিলের কবিতা

কলমে - সোমা সাহা (স্ফেরুমিনা)


আজব দেশের আজব কথা


রোদের দেশে হটাৎ যদি ঝুম বৃষ্টি নামে,

না থামার ট্রেনটা যদি কোন কারণ থামে।

রোদ কন্যা রোদেলা তার খেলার পুতুল নিয়ে,

ঝাঁপাই জোরে রোদ ঝিকমিক রূপোর জলে গিয়ে।

রাজপুত্তুরের ঘোড়ার ছানা, ডাকটি যে তার মিহি,

রোদেলাকে দেখলে চেঁচায় চিঁহি চিঁহি চিঁহি।

রাজ পুত্তুরকে বগল দাবা রোদেলা চড়ে ট্রেনে,

ট্রেনটা থামে আজব দেশে গেল সওয়ারিরা নেমে।

আজব দেশের আজব কথা বলব কত আর,

দেখে শুনে চক্ষু চড়ক মুখে বুলি চমৎকার।

উল্টো সেথায় গাছ গাছালি, বাড়ি তাধিন নাচে,

দিনের বেলায় চাঁদ ওঠে তায়, মৎস্য হাঁচি হাঁচে।

আরেহ একি সেথায় দেখি মিঠাই বৃষ্টি নামে,

ছুটছে সবাই ধরতে তো তাই হাঁ-মুখ আকাশ পানে।

ছাদের ওপর কুমির বসে রোদ যে পোহায় একি,

জঙ্গলেতে বইছে নদী, বালিয়াড়িতে ঢেঁকি।

কাকের ছানা কুহু ডাকে, কোকিল ডাকে কা কা,

বাঘের মাসি বেজায় হাসি হেসে বলে আহা।

রোদেলা আর রাজপুত্তুরের ছোটা ছুটি খেলা,

দেখে সবাই অবাক মানে, দিনে রাতে সারাবেলা।


ঘুমিয়ে ছিলাম আয়েশ করে বৃষ্টি ভেজা দিনে,

হটাৎ করে ভাঙল যে ঘুম সামনে দেখি, “চিনচিনে”।

বলল আমায়, “আর কত তুই ঘুমাবিরে এইবার তো জাগ”,

বাদল ঝরে ঝরো ঝরো, তুইও ওদের সঙ্গে লাগ”।

তাকিয়ে দেখি সত্যিকারের আকাশের মুখ ভার,

ঝুম বৃষ্টির অঝোর ধারায় জল জমে সব একাকার।

খেলা ধূলা গেছে চুলায়, সবাই নৌকার দাঁড় বায়,

কাগজের নাও পাল তুলেছে, সব যাচ্ছে জানি কোথায়?

এমন সময় মেঘ পালাল, বৃষ্টি বাদল বন্ধ ওই,

নৌকাগুলি বলছে হেঁকে কই রে বাদল কই?


“চিনচিনে”র ঠেলাঠেলি, ধাক্কাধাক্কির জোর বেজায়,

তাকিয়ে দেখি মার্জার মোর মুখের ওপর থপ থপায়।

বলি, ওরে “চিনচিনে” তুই হেথায় একা কেমনে এলি?

রোদেলা আর রাজপুত্তুরে কোনখানেতে ফেলে দিলি?

“ম্যাও – ম্যায়া – ম্যাও”, বলে আমার ছোট্ট সোনা “চিনচিনে”,

এতক্ষণে বেশ বুঝিনু, জোর স্বপ্ন দেখি আমি রাত দিনে।


সমাপ্ত……