সৃষ্টি সাহিত্য যাপনএ জন্মই চাই কলমে-:মমতা শঙ্কর সিনহা(পালধী)১৯/০৪/২০২৩
বহুদিন পর আজ ভোরবেলা এসে দাঁড়ালাম পূর্বের বারান্দায়,মলয় সমীরণ যেনো দেহমনে এক অনাবিল প্রশান্তির পরশ এঁকে চলেছে।স্নিগ্ধ রৌদ্রের কিরণ আমার শরীর জুড়ে সোনাঝুরি আল…
সৃষ্টি সাহিত্য যাপন
এ জন্মই চাই
কলমে-:মমতা শঙ্কর সিনহা(পালধী)
১৯/০৪/২০২৩
বহুদিন পর আজ ভোরবেলা এসে দাঁড়ালাম পূর্বের বারান্দায়,
মলয় সমীরণ যেনো দেহমনে এক অনাবিল প্রশান্তির পরশ এঁকে চলেছে।
স্নিগ্ধ রৌদ্রের কিরণ আমার শরীর জুড়ে সোনাঝুরি আলো জ্বেলেছে আজ।
মনে হচ্ছে জীবনের যত অস্বস্তির ধোঁয়াময় পুনর্জন্মের পাপের ইতিহাস উত্তাল হয়ে বহুদূরের কোনো পাহাড়ের কোল বেয়ে দুরন্ত ঝরণা ধারা হয়ে ঝরে বিলীন হচ্ছে সাগরজলে।
অন্ধকার গহ্বর থেকে দীর্ঘদিন পর শীতঘুম থেকে উঠে আসা বাস্তুসাপের দীর্ঘশ্বাস মৃত্যুর মত অতলে টেনে নিয়ে গিয়েও আমাকে মৃত্যুপুরীতে আবদ্ধ করতে হয়েছে
অক্ষম---কেবলমাত্র আমার অদম্য ইচ্ছেশক্তির জোরে।
হঠাৎ-ই মনের মাঝে উঁকি দেয় কিছু স্মৃতি---
কোন এক বৈদুর্য্য সন্ধ্যায়---আশ্চর্য সুর,তাল,ছন্দ, বর্ণ,গন্ধের মায়াজালে বন্দী হয়েছিল কিছু বিন্দুবাসিনী আলো,
হাতের মুঠোয় সেদিন আমার ভরা ছিলো অনেক রঙিন স্বপ্নে পূর্ণ একখানি গাছকৌটো।
যে আমি জীবনে নিজে কুটোটি ভেঙে কখন দুটো করেনি,নিজের ভাত একা বেড়ে মুখে তুলিনি কখনও---সেই আমিই কি না একদিন এক অচেনা,অজানা মানুষকে প্রজাপতির আশীর্বাদে অগ্নিদেবকে সাক্ষী করে---সেই মানুষটিকে ভালোবেসে চলতে শুরু করেছি জীবনের পথ।
অমরত্বের সঙ্গে খেলেছি এক্কা-দোক্কা খেলা,
মাটির ওপর আঁচড় কেটেছি---গড়তে চেয়েছি সুখের রাজপ্রাসাদ,
আমাকে যারা বারংবার বাঁধতে চেয়েছে শৃঙ্খলের কন্টক বন্ধনীতে-- তাদের অনেকেরই হিমশীতল শরীর আজ ঘুমন্ত পিরামিডে।
বিষন্ন মেঘের কাছে ভালোবাসাকে উপুড় করে দিয়েছি,
বর্ষাতি লাগে নি---কারণ আমি তোমার সাথে ভিজতে চেয়েছি ভালোবাসার বর্ষণ ধারায়।
আগুনের ফুলকির মত আমার চিন্তারা ছোটাছুটি করে এক সময় তা পাহাড়ের গায়ে ফাটল ধরিয়ে অগ্নুপাত ঘটিয়ে জলন্ত লাভা হয়ে ছড়িয়ে পড়েছে মন জমিনে।
এক সময় সকল কুহেলিকার আস্তরণ ভেদ করে গন্তব্যের কাছে এসে পৌঁছালে---ছোট্টবেলার মত মায়ের হাতে রাঁধা পরমান্নের মায়াবী গন্ধ নাকে এসে লাগে।
সম্বিত ফিরে বলি---
জন্মান্তর বলে যদি সত্যিই কিছু থেকে থাকে আমি বারে বারে ফিরে ফিরে এ জন্মই চাই।
ভোরের এই আলোকে সাক্ষী রেখে আমি প্রতিজ্ঞা করি--"বৃথা যেনো না যায় মোর মানব জনম---
সকলের তরে কিছু করে যেতে চাই।"