সৃষ্টি সাহিত্য যাপন বিভাগ -কবিতাশিরোনাম -বৃষ্টি,তুমি কী শুনতে পাচ্ছো?কলম-সঞ্জীব মালিকতারিখ - 20/04/2023
জল বিনে দূর্বা শামার কাতর আর্তনাদ বৃষ্টি,তুমি কি শুনতে পাচ্ছো?ধুতরা আর বাঁশির সুর তুলেনামাধবীলতা আর জুঁই গুমরে কাঁদেবৃষ্টি,তুম…
সৃষ্টি সাহিত্য যাপন
বিভাগ -কবিতা
শিরোনাম -বৃষ্টি,তুমি কী শুনতে পাচ্ছো?
কলম-সঞ্জীব মালিক
তারিখ - 20/04/2023
জল বিনে দূর্বা শামার কাতর আর্তনাদ
বৃষ্টি,তুমি কি শুনতে পাচ্ছো?
ধুতরা আর বাঁশির সুর তুলেনা
মাধবীলতা আর জুঁই গুমরে কাঁদে
বৃষ্টি,তুমি কি শুনতে পাচ্ছো?
মৌটুসি,বেনেবৌ,ফিঙ্গে আর
পানকৌড়ি,চাতকের প্রার্থনা,
বৃষ্টি, তুমি কি শুনতে পাচ্ছো?
নদী -নালা,খাল -বিলের চিৎকার
কৃষকের বুকফাটা হাহাকার,
বৃষ্টি,তুমি কি শুনতে পাচ্ছো?
মরুভূমির ছলনা উটের দীর্ঘশ্বাস
রৌদ্রের অট্টহাসির রেশ যে থামেনা
বৃষ্টি,তুমি কি শুনতে পাচ্ছো?
বাচ্চা বুড়োর হাঁশফাঁশ
সারা মাঠময় আকুতি,
বৃষ্টি,তুমি কি শুনতে পাচ্ছো?
ব্যাঙেদের বিয়ের সানাইয়ের সুর
তুমি শুনতে পাবে জানি,
তাই আর দেরি না করে
বৃষ্টি,তুমি ঝরে পড় এখুনি।