বাবলু বন্দ্যোপাধ্যায়। তমলুকচলতি বোরো মরশুমে তমলুক মহকুমা জুড়ে ধান চাষের জমিতে ছত্রাক জাতীয় রোগে ধানের শীষ সাদা হয়ে যাওয়ায় প্রান্তিক চাষীরা ব্যাপক ক্ষতির সম্মুখীন। মূলত ধান পাকার সময়েতেই এই ছত্রাক জাতীয় রোগের পাদুর্ভাব দে…
বাবলু বন্দ্যোপাধ্যায়। তমলুক
চলতি বোরো মরশুমে তমলুক মহকুমা জুড়ে ধান চাষের জমিতে ছত্রাক জাতীয় রোগে ধানের শীষ সাদা হয়ে যাওয়ায় প্রান্তিক চাষীরা ব্যাপক ক্ষতির সম্মুখীন। মূলত ধান পাকার সময়েতেই এই ছত্রাক জাতীয় রোগের পাদুর্ভাব দেখা দিয়েছে। কোলাঘাট পাঁশকুড়া শহীদ মাতঙ্গিনী তমলুক ময়না সহ পূর্ব মেদিনীপুর জেলার বেশ কয়েকটি ব্লকে এই রোগ লক্ষ্য করা যাচ্ছে। চাষীদের অভিমত বিভিন্ন কীটনাশক ঔষধ প্রয়োগ করে ফল কিছু পাওয়া যায়নি। কোলাঘাট ব্লকের পুলশিটা অঞ্চলের বেশ কয়েকজন চাষীর অভিমত অবস্থায় গাছ রোপনের সময় গাছের বৃদ্ধি হওয়ার যে প্রবণতার লক্ষ্য করা যাচ্ছিল মনে করা হয়েছিল এবারে ধান উৎপাদনের ক্ষেত্রে চাষীরা লভ্যাংশ ভালোভাবেই পাবে। কিন্তু শেষ মুহূর্তে তাদের নিরাশায় পরিণত করেছে ছত্রাক জাতীয় এই রোগ। বিষয়টি নিয়ে কৃষকদের সংগঠন কৃষক সংগ্রাম পরিষদের পক্ষ থেকে বুধবার জেলার কৃষিঅধিকর্তা( প্রশাসন) থেকে শুরু করে কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদারকে স্মারকলিপি দিয়ে জানানো হয়েছে। পরিষদের সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক বলেন সার, বীজ কীটনাশক ঔষধ, জলসেচ মজুরি খরচ যেভাবে বেড়েছে, তার তুলনায় ফসলের দাম নেই। ধানের এই অবস্থা কৃষকদের সর্বশ্রান্ত করে তুলবে। যাতে বীমা কোম্পানির মাধ্যমে বাংলা শস্য বীমা প্রকল্পের আওতায় ক্ষতিগ্রস্ত চাষিরা ক্ষতিপূরণ পান মন্ত্রীসহ আধিকারিকদের কাছে আবেদন জানানো হয়েছে।।