Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

লেখিকা মিঠু ভট্টাচার্য -এর কলমে

বিশ্ব ধরিত্রী দিবসকলমে,, মিঠু ভট্টাচাৰ্য💚💚💚💚💚নবাগত শিশুর মত সুন্দর ধরা রাজে,বিশ্ব আজ ভারসাম্য হীন মানুষের কুকাজে।দহন প্রদূষণ উত্তপ্ত ওজন হীন সূর্য স্নানে,পৃথিবী আজ ক্লান্ত তপ্ত বিশ্ব উষ্ণয়নে।তিরিশ লক্ষ গেলন তেলের বহিঃর্গত উদ…

 


বিশ্ব ধরিত্রী দিবস

কলমে,, মিঠু ভট্টাচাৰ্য

💚💚💚💚💚

নবাগত শিশুর মত সুন্দর ধরা রাজে,

বিশ্ব আজ ভারসাম্য হীন মানুষের কুকাজে।

দহন প্রদূষণ উত্তপ্ত ওজন হীন সূর্য স্নানে,

পৃথিবী আজ ক্লান্ত তপ্ত বিশ্ব উষ্ণয়নে।

তিরিশ লক্ষ গেলন তেলের বহিঃর্গত উদগিরণে,

সামুদ্রিক মাছ পাখি ডলফিন অকালে প্রাণ হানে।

প্রাকৃতিক দুর্যোগ খরা ভূকম্প এলো মহামারী,

পৃথিবী কে সুস্থ করো, প্রদূষণ ভারী।

পরিবেশ সুরক্ষার্থে আমেরিকায় গেলার্ড নেলসান,

১৯৭০ এ সৃষ্টি করেন বিশ্ব ধরা দিবসের মান।

১৯৩ টি দেশ জানায় মা ধরিত্রী কে সম্মান,

গাছ সাগর নদী বাঁচাও, বাঁচাও প্রাণীর প্রাণ।

এ ধরা কে দূষণ মুক্ত করো, বানাও নির্মল বিশ্ব বল,

জন সংখ্যা বৃদ্ধি, মাটির ক্ষয় জীবন অসফল।

সবুজের অভিযানে যুক্ত হও বিশ্ব ধরা দিবসে,

সচেতনতা বৃদ্ধি পাক প্রদূষণ মুক্ত পরিবেশে।

একটি গাছ একটি প্রাণ সুস্থ থাকুক প্রকৃতির দান,

বিশ্ব বাসী পালন করবো তুষ্ট হবেন মা ধরা ভগবান। 💚💚💚💚💚💚