Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-সেরা-লেখনী-সম্মাননা

শিরোনাম : একটু ভিজতে চাই।কলমে : মুন্সী মোঃ তোফায়েল আহমেদ*****************************একটু ভিজতে চাই একটু ভিজতে দাও-          সমস্ত অঙ্গ শুকিয়ে কাঠ,          উষ্ণতা, সূর্যের তাপদাহে         সমস্ত দিক ফেটে চৌচির।কোথাও এক ফোঁটা ভিজে…

 


শিরোনাম : একটু ভিজতে চাই।

কলমে : মুন্সী মোঃ তোফায়েল আহমেদ

*****************************

একটু ভিজতে চাই 

একটু ভিজতে দাও-

          সমস্ত অঙ্গ শুকিয়ে কাঠ,

          উষ্ণতা, সূর্যের তাপদাহে

         সমস্ত দিক ফেটে চৌচির।

কোথাও এক ফোঁটা ভিজে ভাব নেই।

একটু ভিজতে চাই 

একটু ভিজতে দাও-

          চারিদিকে শুধু হাহাকার না পাওয়ার,

          তাকিয়ে মুখপানে কবে দেখা দিবে।

একটু ভিজতে চাই 

একটু ভিজতে দাও-

         আজ প্রস্তুত আসার ক্ষণমুহুর্তের,

         দেবে কখন দেখা এই বুকেতে,

         করবে হ্নদয় শীতল এসে।

একটু ভিজতে চাই - - - - - - -


রচনাকাল :০২/০৩/২০২১