Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি  সাহিত্য  যাপননাম:- মনুষ্যেতরকলমে:- তপন কুমার রায়তারিখ:- ২৬/০৫/২৩
 ভাষা নেই বাপু, কাব্যিও আসে না।পেটে শালা হুতাশন জ্বলে, দিনে, রাতে। খিদেই আমার একমাত্র জীবন কাব্যি।উড়োখই মানুষ, কোনো খুঁটো  নেই।জন্মদাতা রা কবেই,করেছে গোবিন্দ…

 


সৃষ্টি  সাহিত্য  যাপন

নাম:- মনুষ্যেতর

কলমে:- তপন কুমার রায়

তারিখ:- ২৬/০৫/২৩


 ভাষা নেই বাপু, কাব্যিও আসে না।

পেটে শালা হুতাশন জ্বলে, দিনে, রাতে। 

খিদেই আমার একমাত্র জীবন কাব্যি।

উড়োখই মানুষ, কোনো খুঁটো  নেই।

জন্মদাতা রা কবেই,

করেছে গোবিন্দায় নমঃ ।

সেই থেকে পেঁজা তুলো সম

হেথা হোথা শুধু  ভেসে বেড়াই।

জামাকাপড় ময়লা ছেঁড়া।  

নোংরাও লেগে থাকে।

মরা পুরিয়ে, চান করে কেউ কাপড় ফেলে দিলে 

 তখন আবার আমার কিছু নতুন কাপড় মেলে।

কাচা কুচির জায়গা কোথা পাই--

তাই পরিস্কারের গল্পও কিছু  নেই।

বাড়ী নেই, নেই আত্মীয় পরিজন।

কোথাও কোনো টান, জানিনা কেমন। 

 মায়া নেই-- আমার জন্যেই মায়া আছে কার

কোথাও কোনখানে?

 কোনো বুকের কোনে?

তাই কোনো জায়গারও টান নেই।

শুধু পেটের টানে ঘুরে ঘুরে বেড়াই।

এখনে- ওখানে - সেখানে, যা কিছু পাই।

কাজের বাড়ী, সে বিয়ে কিম্বা শ্রাদ্ধ  হোক।

অপেক্ষা করি খাওয়া শেষে

 ভিখিরিকে খেতে দেয় কোনো কোনো লোক।

 ফেলে দেওয়া খাবার 

কুকুরদের সাথে লড়ে খাই, পেট ভর্তি হোক।

কোন কোনদিন একেবারেই  ভোঁ কাট্টা। 

শুধু  পুকুরের  জল।

কখনও,গাঁজার  ঠেকে।কখনও চোলাই।

ওরা ভালো। করে না দূর দূর । 

এগিয়ে দেয়  কল্কেটা,

বুক ভরে টানো, ধোয়া ভুরভুর।

বেশ আছি,কোন ভাবনা ছাড়াই।

যে দিন যা পাই , খেয়ে পেট ভরাই।

এই তো জীবনের গল্প,

যদি কাব্যি লিখতে বলো।

দাউ দাউ, জেগে থাকা খিদে নিয়ে সদাই,

প্রেমের কবিতা? একবাড়ী এগিয়ে চলো ভাই।