Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-সেরা-লেখনী-সম্মাননা

.............ভালোবাসা..................মামুন মাহমুদ....পূর্ব প্রকাশঃ০৭/০৩/২০২৩...........২৪/০৫/২০২৩........চার অক্ষরে ভালোবাসা-আ-কার ও-কার আছে,সকল জ্বালা পরাজিত-ভালোবাসার কাছে।মনের সাথে মনের মিলে-হয় যে ভালোবাসা,দুটি মনের একই বুঝ…


 .............ভালোবাসা......

............মামুন মাহমুদ....

পূর্ব প্রকাশঃ০৭/০৩/২০২৩

...........২৪/০৫/২০২৩........

চার অক্ষরে ভালোবাসা-

আ-কার ও-কার আছে,

সকল জ্বালা পরাজিত-

ভালোবাসার কাছে।

মনের সাথে মনের মিলে-

হয় যে ভালোবাসা,

দুটি মনের একই বুঝে-

গড়ে সুখের বাসা।

একে অন্যের সুখে হাসে-

কাঁদে পেলে দুঃখ,

বিপদ শোকে দেয় এগিয়ে-

সবার আগে বুক।

ভালোবাসার মহান মর্মে-

সততা আর গুণ,

সত্যিকারের বাসলে ভালো-

কেউ করে না খুন।

ভালোবাসার অগ্নি শিখায়-

ধরায় নামে আলো,

পশুর মত মানুষগুলো-

হয় যে অতি ভালো।

ভালোবাসার অন্তঃপুরে-

মনের বসত ঘর,

মুক্তিকামী কল্যাণ সেথা-

প্রেমে বাঁধে পর।

ভালোবাসার স্বর্গ রাজ্যে-

ক্ষমা প্রথম বানী,

ত্যাগ-তিতিক্ষার শিক্ষা এতে-

হৃদয়ের দ্বার টানি।

ভালোবাসার হয়নি বদল-

আদি থেকে আজ,

বিশ্বাস যাদের ভোগে বেশি-

নয়কো তাদের সাজ।

(সংক্ষেপিত)

রচনা-মামুন মাহমুদ