Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-সেরা-লেখনী-সম্মাননা

কবিতা-আমাদের নজরুলকবি-বিশ্বনাথ চৌধুরী২৫.০৫.২০২৩
নজরুলের জন্মস্হান ভারতবর্ষ,ভারত তখন ছিল অখন্ড।পাকিস্তান, বাংলাদেশ হয়নি তখন,তুমি মুসলিম আমি হিন্দু একি রক্ত জেনো।স্বধীনতা আন্দোলনে লেখনী ধরেছ বার বার,তোমার লেখা নিয়েছে বিদ্রোহীরা কর…

 


কবিতা-আমাদের নজরুল

কবি-বিশ্বনাথ চৌধুরী

২৫.০৫.২০২৩


নজরুলের জন্মস্হান ভারতবর্ষ,

ভারত তখন ছিল অখন্ড।

পাকিস্তান, বাংলাদেশ হয়নি তখন,

তুমি মুসলিম আমি হিন্দু একি রক্ত জেনো।

স্বধীনতা আন্দোলনে লেখনী ধরেছ বার বার,

তোমার লেখা নিয়েছে বিদ্রোহীরা করে ধার।

থাকতে হলো তোমাকে জেল খানায়,

ইংরেজরা বুঝতে পেরে ভয়ে আটক করেছে তোমায়।

তোমার জীবন বেশী দিন কাটলো না,

পাগল হয়ে রইলে তুমি জেলখানা।

লিখতে আর পড়লেনা বেশি কবিতা, গান,

অত্যাচারে জর্জরিত ছিলো তোমার প্রান।

বিদ্রোহী কবি রূপে করেছ অনেক কষ্ট,

ভারত আজ স্বাধীন তোমার অবদান যথেষ্ট।

তোমার লেখা পড়লে এসে জায় শক্তি,

রক্ত মোদের গরম হয়ে ওঠে তখনি।

তুমি দিয়েছ এগিয়ে বিপ্লবীদের,

কলম তোমার হাতিয়ার ছিলো সর্বদা যে।

তোমার মত কবি জন্মাবেনা আর,

আমাদের শ্রদ্ধা ও ভালোবাসা রইলো তোমার উপর।