Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনশিরোনাম:-জামাইষষ্ঠীতে জামাই আদরকলমে-শিবানী সাহাতারিখ:-২৫/০৫/২০২৩
ওরে শাখ বাজা উলু দেজামাই এলো ঘরে,বিদেশ থেকে এলো জামাইএকটি বছর পরে।
জামাই আদরের তোড়জোড়চলছে সকাল থেকে,জামাই বাবাজির চক্ষু ছানাবড়াহরেক রকম খাবার দে…

 


সৃষ্টি সাহিত্য যাপন

শিরোনাম:-জামাইষষ্ঠীতে জামাই আদর

কলমে-শিবানী সাহা

তারিখ:-২৫/০৫/২০২৩


ওরে শাখ বাজা উলু দে

জামাই এলো ঘরে,

বিদেশ থেকে এলো জামাই

একটি বছর পরে।


জামাই আদরের তোড়জোড়

চলছে সকাল থেকে,

জামাই বাবাজির চক্ষু ছানাবড়া

হরেক রকম খাবার দেখে।


মাছ মাংস পোলাও কোরমা

ইলিশ কাতলা রুই,

অনেক রকম ফল মিষ্টি

সাথে মিষ্টি দই।


পেটুক জামাই খাচ্ছে বসে

বাতাস করছে শাশুড়ি মা,

তাড়াতাড়ি আয় তোরা

বাকি খাবার দিয়ে যা।


জামাইষষ্ঠীতে জামাই আদর

রাজকীয় সব আয়োজন,

পকেট ফাঁকা শশুর মশাই এর

অর্থ শুন্যে ব্যাজার মন।