Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পঃ বঙ্গের পশ্চিম মেদিনীপুর ও হুগলী জেলার বন্দর এলাকায় কংক্রীটের ব্রীজ নির্মানের দাবীতে দিল্লীতে প্রধানমন্ত্রীর দপ্তরে স্মারকলিপি পেশ

পশ্চিম মেদিনীপুরের ঘাটাল ও হুগলি জেলার খানাকুল ব্লকের মধ্যে সংযোগকারী বন্দর এলাকায় রূপনারায়ণের উপর একটি কংক্রিটের ব্রীজ নির্মাণের দাবিতে 'ব্রীজ নির্মাণ সংগ্রাম কমিটি'র পক্ষ থেকে ২৬ মে দিল্লীতে প্রধানমন্ত্রীর দপ্তরে চার…

 


পশ্চিম মেদিনীপুরের ঘাটাল ও হুগলি জেলার খানাকুল ব্লকের মধ্যে সংযোগকারী বন্দর এলাকায় রূপনারায়ণের উপর একটি কংক্রিটের ব্রীজ নির্মাণের দাবিতে 'ব্রীজ নির্মাণ সংগ্রাম কমিটি'র পক্ষ থেকে ২৬ মে দিল্লীতে প্রধানমন্ত্রীর দপ্তরে চার হাজার তিন শত ছাপান্ন জন অধিবাসীর স্বাক্ষর সম্বলিত স্মারকলিপি পেশ করা হয়।

        বন্দর ব্রীজ নির্মান সংগ্রাম কমিটির উপদেষ্টা নারায়ণ চন্দ্র নায়ক ও যুগ্ম সম্পাদক দেবব্রত মন্ডল জানান, হুগলী জেলার খানাকুল ১ ও ২ নম্বর ব্লকের এক বিরাট সংখ্যক বাসিন্দা চিকিৎসা পরিষেবা নিতে ও যাতায়াতের ক্ষেত্রে ঘাটাল হয়েই একদিকে কলকাতা অন্যদিকে খড়গপুর যাওয়া-আসা করে। ফলস্বরূপ ওই স্থানে একটি কংক্রিটের ব্রীজ হলে পশ্চিম মেদিনীপুর ও হুগলী জেলার লক্ষাধিক মানুষ ভীষণভাবে উপকৃত হবেন।

নেতৃবৃন্দ জানান এলাকায় কংক্রিটের নির্মানের দাবিতে দলমত নির্বিশেষে ব্রীজ নির্মাণ সংগ্রাম কমিটি গঠনের পর থেকে রাজ্যের মূখ্যমন্ত্রী, পূর্ত ও সেচমন্ত্রী কাছেও স্মারকলিপি দেওয়া হয়েছে।