Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কেরিয়ার প্ল্যানার এডু ফেয়ার' আয়োজিত 'এডুকেশন ইন্টারফেস ২০২৩' শুরু হলো নেতাজি ইনডোর স্টেডিয়ামে

দেবাঞ্জন দাস ; কলকাতা, ২৬ মে : কেরিয়ার প্ল্যানার এডু ফেয়ার আয়োজিত এডুকেশন ইন্টারফেস ২০২৩ নেতাজি ইনডোর স্টেডিয়ামে শুরু হলো শুক্রবার থেকে। উদ্বোধনে ছিলেন পশ্চিমবঙ্গের নগর উন্নয়ন ও পৌর বিষয়ক মন্ত্রী এবং কলকাতা পুরসভার মেয়র ফ…



দেবাঞ্জন দাস ; কলকাতা, ২৬ মে : কেরিয়ার প্ল্যানার এডু ফেয়ার আয়োজিত এডুকেশন ইন্টারফেস ২০২৩ নেতাজি ইনডোর স্টেডিয়ামে শুরু হলো শুক্রবার থেকে। উদ্বোধনে ছিলেন পশ্চিমবঙ্গের নগর উন্নয়ন ও পৌর বিষয়ক মন্ত্রী এবং কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম; রাজ্যের কৃষি মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এবং পশ্চিমবঙ্গ স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন ফর স্কিল ডেভেলপমেন্টের চেয়ারপার্সন পূর্ণেন্দু বসু।


 


কর্মজীবনের উন্নয়ন এবং শিক্ষার সুযোগ প্রদানের জন্য আয়োজিত দেশের এই প্রথমসারির কেরিয়ার শিক্ষা মেলাতে বহু প্রথিতযশা শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, বিভিন্ন ক্ষেত্রের পেশাজীবী এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ইন্ডাস্ট্রি বিশেষজ্ঞরাও উপস্থিত হয়েছেন। এডুকেশন ইন্টারফেস ২০২৩-এর লক্ষ্য শিক্ষা এবং শিল্পের মধ্যে ব্যবধান দূর করা, অংশগ্রহণকারীদেরকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা যাতে তারা তাদের নিজ নিজ ক্ষেত্রে সফল হতে পারে।


 


এই উপলক্ষ্যে পশ্চিমবঙ্গের নগর উন্নয়ন ও পৌর বিষয়ক মন্ত্রী এবং কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম জানান, “আমাদের সময় আমরা জানতাম না যে জীবনে এগিয়ে যাওয়ার পথে কি নিয়ে পড়াশোনা করব কিন্তু তখন থেকে বর্তমান পরিস্থিতি অনেক পাল্টেছে অনেক নতুন নতুন কোর্স চালু হয়েছে। অনেক শিক্ষার্থী আছে যাদের উদ্দম আছে কিন্তু সঠিক গাইডেন্স নেই। সাধারণ ঘরের ছেলেমেয়েরা যারা বাংলা মিডিয়ামে পড়েন তাদেরকে ক্লাস এইটের পরে আগামী দিনের পড়াশোনা নিয়ে একটা কাউন্সিলিংয়ের খুব দরকার। এই এডুকেশন ইন্টারফেস ২০২৩ এর আয়োজকদের আমি অনুরোধ করব স্কুল লেভেলে যদি তারা এই ধরনের কাউন্সিলিংয়ের ব্যবস্থা করেন তাহলে সেই সমস্ত ছাত্র-ছাত্রীদের খুবই উপকার হবে।“


এই অনুষ্ঠানে সাংসদ বিষয়ক মন্ত্রী ও কৃষি মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, “বাবা-মা যেমন সন্তানদের জন্য কাজ করে তাদের পথ দেখান ঠিক এমন ভাবেই আয়োজকরা এই এডুকেশন ইন্টারফেস ২০২৩ আয়োজন করে ছাত্র-ছাত্রীদের পথ দেখাচ্ছেন। বর্তমান যুগে পড়াশোনার জন্য রাজ্যের বাইরে ছাত্র-ছাত্রীদেরা যেতে হয় না, রাজ্যেই বহু কোর্স রয়েছে যেখানে ছাত্রছাত্রীরা অনায়াসেই তাদের পড়াশোনা সমাপ্ত করতে পারে। রাজ্যে বহু ইউনিভার্সিটি কলেজ সমস্ত রকম কোর্স নিয়ে সম্পূর্ণ তৈরি।“


 


এই উপলক্ষ্যে পশ্চিমবঙ্গ স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন ফর স্কিল ডেভেলপমেন্টের চেয়ারপার্সন পূর্ণেন্দু বসু বলেন, “এই এডুকেশন ইন্টারফেস ২০২৩ এ কোন শিক্ষার্থী তার ভবিষ্যতে কি বিষয় নিয়ে পড়বেন এবং চাকরির ক্ষেত্রে কোন দিকে যাবেন সেই বিষয়ে তাদের সাহায্য হবে। আগে এই সুযোগ খুব কম ছিল। বর্তমান যুগে বিজ্ঞান এবং প্রযুক্তির বিভিন্ন রকম কোর্স রয়েছে যাতে গিয়ে শিক্ষার্থীরা নিজেদের ভবিষ্যৎ গঠন করতে পারবে।“


অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কেরিয়ার প্ল্যানার এডু ফেয়ারের প্রতিষ্ঠাতা দীপক সিনহা রায় বলেন, “আমরা এডুকেশন ইন্টারফেস ২০২৩-এর আয়োজন করতে পেরে অত্যন্ত আনন্দিত। এখানে শিক্ষার্থী ও অভিভাবকরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে মুখোমুখি আলাপ-আলোচনার সুযোগ পেয়ে থাকেন। এর মাধ্যমে তারা তাদের শিক্ষাগত ভবিষ্যৎ সম্পর্কে সম্যক জ্ঞান অর্জন করতে সক্ষম হন।"