Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

জনতার দরবার চালুর আবেদন জেলাশাসককে

বাবলু বন্দ্যোপাধ্যায়।   তমলুক
পূর্ব মেদিনীপুর জেলাবাসীর ব্যক্তিগত ও সমষ্টিগত অভিযোগ বা সমস্যা শুনে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য জেলাশাসক সহ জেলা আধিকারিকদের নিয়ে জনতার দরবার করবার আবেদন জানালো কৃষক সংগ্রাম পরিষদ, এই আবে…

 


বাবলু বন্দ্যোপাধ্যায়।   তমলুক


পূর্ব মেদিনীপুর জেলাবাসীর ব্যক্তিগত ও সমষ্টিগত অভিযোগ বা সমস্যা শুনে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য জেলাশাসক সহ জেলা আধিকারিকদের নিয়ে জনতার দরবার করবার আবেদন জানালো কৃষক সংগ্রাম পরিষদ, এই আবেদন জানিয়ে শনিবার জেলাশাসক পূর্ণেন্দু মাঝিকে একটি চিঠি দেওয়া হয়েছে বলে পরিষদের পক্ষ থেকে বলা হয়েছে। জেলার বিভিন্ন প্রান্তের মানুষজন নানাবিধ সমস্যা নিয়ে জেলা বাসিকে ছুটে আসতে হয় নিমতৌড়িতে জেলার কেন্দ্রীয় প্রশাসনিক দপ্তরে। অভিযোগ বিভিন্ন প্রশাসনিক প্রশাসনিক  কাজে ব্যস্ত থাকার জন্য মানুষজন যে সমস্যা নিয়ে আসে অনেক ক্ষেত্রেই সমস্যার সমাধান হয়নি বলে অভিযোগ। ফলস্বরূপ দূর দূরান্ত থেকে আসা ব্যক্তিদের এক রাজ হতাশা নিয়ে বাড়ি ফিরে যেতে হয়। অত্যন্ত একদিন নির্দিষ্ট তারিখ ও সময় জেলাশাসকসহ জেলার প্রশাসনের বিভিন্ন আধিকারিকদের উপস্থিতিতে সমস্যা সমাধানের লক্ষ্যে জনতার দরবার বসানো হোক এই দাবী রাখা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক সহ সমস্ত অতিরিক্ত জেলা শাসকদের উপস্থিতিতে ১৫ দিন অন্তর এই ধরনের জনতার দরবার খোলা হয়েছে। এখানে বহু মানুষ তাদের ব্যক্তিগত সমস্যা ও এলাকাগত সমস্যা নিয়ে উপস্থিত হচ্ছে এবং দ্রুত সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে জেলা প্রশাসন। পূর্ব মেদিনীপুর জেলায় এ ধরনের পদক্ষেপ গ্রহণ করলে দূর দূরান্তের মানুষরা তারা অনেক ক্ষেত্রে তাদের সমস্যা সমাধানে সুফল পাবে বলে মনে করা হচ্ছে।