নিজস্ব প্রতিবেদক, কেশপুর: পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের অগ্রগণ্য ক্লাব দোগাছিয়া যুব সংঘের উদ্যোগে এবং মেদিনীপুর রোটারি আই হাসপাতালের সহযোগিতায় ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো একটি চক্ষু পরীক্ষা শিবির । এই শিবিরে শতাধিক রোগী চ…
নিজস্ব প্রতিবেদক, কেশপুর: পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের অগ্রগণ্য ক্লাব দোগাছিয়া যুব সংঘের উদ্যোগে এবং মেদিনীপুর রোটারি আই হাসপাতালের সহযোগিতায় ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো একটি চক্ষু পরীক্ষা শিবির । এই শিবিরে শতাধিক রোগী চক্ষু পরীক্ষা করাতে আসেন বলে জানিয়েছেন ক্লাবের সভাপতি আপন মল্লিক। তিনি আরো জানান, যে সমস্ত রোগীর এই শিবিরে চক্ষুছানি ধরা পড়েছে তাদের মেদিনীপুর লটারি আই হাসপাতালে বিনামূল্যে চক্ষুছানি অপারেশনের ব্যবস্থা করা হবে। চক্ষু পরীক্ষা শিবিরকে কেন্দ্র করে ক্লাবের সদস্যদের মধ্যে চূড়ান্ত ব্যস্ততা লক্ষ্য করা যায়। এই শিবিরটাকে চূড়ান্ত রূপ দেওয়ার জন্য ক্লাবের সম্পাদক মহিবুর রহমান প্রাক্তন সভাপতি সেখ মিন্টুকে বিশেষ ভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন।ক্লাবের কোষাধ্যক্ষ শেখ সাদেকুল জানান, আগামী দিনেও তাঁরা এই ধরনের কর্মসূচি গ্রহণ করবেন। গ্রামবাসীরা এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন।