Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনদৈনিক কবিতার প্রতিযোগিতাশিরোনাম - "প্রকৃতির অবদান"কলমে - মিঠু ঘোষতারিখ -০৫-০৬-২০২৩
বিশ্ব পরিবেশ দিবসে আজ উদার কণ্ঠে শুধু গাই বৃক্ষরোপণের গান,জাগো ধরণীর আজ প্রতিটি মানব ----নিজেদের হাত বাড়িয়ে একটি গাছ…

 


সৃষ্টি সাহিত্য যাপন

দৈনিক কবিতার প্রতিযোগিতা

শিরোনাম - "প্রকৃতির অবদান"

কলমে - মিঠু ঘোষ

তারিখ -০৫-০৬-২০২৩


বিশ্ব পরিবেশ দিবসে আজ উদার কণ্ঠে শুধু গাই বৃক্ষরোপণের গান,

জাগো ধরণীর আজ প্রতিটি মানব ----

নিজেদের হাত বাড়িয়ে একটি গাছ লাগাও,

বাড়িয়ে তোলো প্রকৃতির সবুজতার মান।


যেখানে অরণ্য থাকবে শেষ কথা ---

যেখানে বিটপীর দল জাগিয়ে দেবে আন্তরিকতা।


   আমরা থাকবো মুক্ত পরিবেশে ----

এঁকে দেবো নিজেদের ছত্র ছায়ার দেশে।


ওরা বলেছিল,

                   'রক্ষা করো মোদের ----

শুনেনি সেদিন কেউ ওদের আর্তনাদের হাহাকার।

ওরা বলেছিল,

              প্রতিদিন নির্যাতনের হাত থেকে রক্ষা করো মোদের,

সমস্ত যন্ত্রপাতির কবল থেকে করো রক্ষা মোদের।


যারা মোদের সবুজ তরতাজা প্রাণ গুলো ছিন্ন ভিন্ন করে কেটে নিয়ে যায় -----

তাদের একটু বোঝাও!

হৃদয়ের নিঠুরতা নিয়ে তারা আজ ব্যস্ত,

তাদের বোঝাও আমাদের ভাবনা তাদের কাছে কত আপন।

আমরা যে তোমাদের জীবন রক্ষায় অপরিহার্য্য,

আজ আমরাই যে প্রকৃতির শ্রেষ্ঠ অবদান।'


আজ তাই আমিও চাই এসো সবাই বাড়িয়ে হাত,

গাছ লাগিয়ে জীবন করি আনন্দে অতিপাত।