Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন শিরোনামঃ সন্ধ্যা মালতী কলমেঃ কনক লতা মন্ডল তারিখঃ ০৫/০৬/২০২৩ খ্রিঃ
সন্ধ্যা মালতী দোলে       বিটবী লতার কোলে            গৃহেরও দ্বারে শৃঙ্খলে বেঁধে,নমনীয় হিল্লোল তুলে     ভরেছে ধরাতল ফুলে             দুরন্ত মেয়ে…

 


সৃষ্টি সাহিত্য যাপন 

শিরোনামঃ সন্ধ্যা মালতী 

কলমেঃ কনক লতা মন্ডল 

তারিখঃ ০৫/০৬/২০২৩ খ্রিঃ


সন্ধ্যা মালতী দোলে       বিটবী লতার কোলে

            গৃহেরও দ্বারে শৃঙ্খলে বেঁধে,

নমনীয় হিল্লোল তুলে     ভরেছে ধরাতল ফুলে 

            দুরন্ত মেয়ে ছুটে চলে কেঁদে।


ধ্রুব তারা আকাশে   গন্ধ বিলায় বাতাসে 

            সন্ধ্যা মালতী পাপড়ি মেলে, 

রূপ মাধুরী আভাসে      উপচে পড়ে গা ভাসে

         এলো কেশী আনমনে খেলে। 


অপরূপা নানা বর্ণে       দ্যোদুল দোলে কর্ণে

           গীত বাহার গাইছে আবডালে, 

কলি হাসে অগ্রভাগে সুপ্ত বাসনা জাগে

            ছেয়ে গেছে বৃক্ষে সাদা লালে।


রামধনু আবীর মেখে    বাতাসের গায়ে লেখে

            শরমে মালতী মরে লাজে, 

মৌবনে আলোর নাচন   হৃদয় ভরেছে রাজন

             ভোমরের সুর কানে বাজে।


শারদ প্রাতে অনুরাগে     মালতী ফুটিল বাগে

         মগ্ন সে প্রেমের আকিঞ্চনে, 

শিশির সিক্ত অঞ্চলে    যৌবন সিঞ্চিত উছলে

             পুলকিত প্রেম সঞ্জিবনে।