Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন বিভাগ: কবিতা শিরোনাম: লোডশেডিংকলমে: রঞ্জিত কুমার রায়তারিখ:০৬.০৬.২০২৩(২১ লাইনে ১২০ শব্দের)
এই গরমে লোডশেডিং চলতে যদি থাকে, একনাগাড়ে পাঁচ সাত ঘণ্টা তার থেকে ও বেশী হতে পারে। 
সেই অবস্থায় কি হতে পারে অবস্থা,বিকল…

 


সৃষ্টি সাহিত্য যাপন 

বিভাগ: কবিতা 

শিরোনাম: লোডশেডিং

কলমে: রঞ্জিত কুমার রায়

তারিখ:০৬.০৬.২০২৩

(২১ লাইনে ১২০ শব্দের)


এই গরমে লোডশেডিং চলতে যদি থাকে, একনাগাড়ে পাঁচ সাত ঘণ্টা তার থেকে ও বেশী হতে পারে। 


সেই অবস্থায় কি হতে পারে অবস্থা,বিকল্প নেই তাই ছড়ি ঘোরায় একা একা ।


আসুক না ফোনের মতো তিন চারটে কোম্পানি তখন চলবে প্রতিযোগিতা।


কে দেবে ভালো সার্ভিস কতটা ভালো, সেই দেখে জনগণ নেবে কম পয়সায় আলো আর ভালো সার্ভিস।


এত লেখা লেখি আন্দোলন, এখনো মানুষের হয়নি তেমন পরিবর্তন, সেবায় সেই একাই আছে হযবরল।


পয়সার বিনিময়ে সার্ভিস ইউনিট যত হবে বেশি দিতে হবে চক্রবৃদ্ধির মতো টাকা।


সময় মতো জমা না করলেই জরিমানা, তার পর লাইন কাঁটা এই আমাদের এমার্জেন্সি।


টাকা বড় কথা নয় সার্ভিস হোক ভালো, মুখে নয় কাজে হোক পরিচয়।


আমাদের কলকাতায় সব চেয়ে বেশি দাম বিদ্যুতের, জানে সবাই তার বিকল্প কেউ নেই তাইতো।


সবার শেষে বলবো অন্ধকার থাকে যখন চারদিক, তখনই বোঝা যায় আলোর কত দাম। 


চাঁদের আলো না, এর বিকল্প একমাত্র এই দুনিয়ায় ঈশ্বরের দান সূর্যের আলোই হতে পারে।


স্বত্ব সংরক্ষিত।