সৃষ্টি সাহিত্য যাপনশিরোনাম: কেমন হোতো?কলমে: মৌসুমী সরকারদিনাঙ্ক: ১৫/০৬/২০২৩
কখনো কি একটু দিয়েছ স্থান?তোমাদের পবিত্র মনের ঘরে?ভালোবেসেছ কি অজান্তে ক্ষণেকের তরে ?ছন্নছাড়া জীবনের এই পরন্ত বিকেলে-খুব জানতে ইচ্ছে করে।
সততঃ প্রশ্ন আপন…
সৃষ্টি সাহিত্য যাপন
শিরোনাম: কেমন হোতো?
কলমে: মৌসুমী সরকার
দিনাঙ্ক: ১৫/০৬/২০২৩
কখনো কি একটু দিয়েছ স্থান?
তোমাদের পবিত্র মনের ঘরে?
ভালোবেসেছ কি অজান্তে ক্ষণেকের তরে ?
ছন্নছাড়া জীবনের এই পরন্ত বিকেলে-
খুব জানতে ইচ্ছে করে।
সততঃ প্রশ্ন আপন মনের ঘরে-
যখন যাব আমি চিরতরে?
দু'ফোঁটা অশ্রুই তো চাওয়ার?
সাদা চাদরে মোড়া পাষাণ হিয়ার;
সাজানো ফুলের শেষ বাসরে।
হয়তো সবার কাছে খারাপ আমি,
বিদায়ও নেব হয়েই অনামী!
কিইবা আছে মনে রাখার মতো?
নির্গুণ মানুষ বুকে হাজার ক্ষত!
ভাববে সবে অপাঙক্তেয় যত।
পুড়বে যখন আমার নশ্বর দেহ-
ঝরবে রক্ত ক্ষতস্থানের যত;
আঘাতে মোড়া মনের মুক্তি পথে,
একটু করে ধোঁওয়ায় মিশে যাব!
কাজ থাকবেনা এ জনমের মতো।
ক্ষতি চাইনি দুঃস্বপ্নেও কারো কভু-
চেয়েছি সবার জীবনে আলো।
ন্যায় নীতি মানবতা আগলে তবু-
কখনো বাসিনি নিজেকে সেভাবে ভালো।
হয়েছে সময় চিরঘুমেতে চলো।
থাকনা সব অসমাপ্ত কাজ যত!
চলে যাব চিরদিনের মতো।
শত ডাকেতেও কেউ পাবেনা সাড়া-
মন যেন কেমন পাগল পারা।
বলোতো? ঠিক কেমন হোতো?