সৃষ্টি সাহিত্য যাপনশিরোনাম: ওরা শ্রমিককলমে: প্রণব মাহাততারিখ: ১৭/০৬/২০২৩
যুগ যুগ ধরে ওরা শ্রমিকের দলনীরবেতে করে কাজ মনে নাই ছল। কাঠফাটা রোদ্দুর কনকনে শীতক্লান্তির লেশ নাই মুখে থাকে গীত। সাদামাটা হৃদয়ের চনমনে প্রাণসদাসুখী থাকে ওরা…
সৃষ্টি সাহিত্য যাপন
শিরোনাম: ওরা শ্রমিক
কলমে: প্রণব মাহাত
তারিখ: ১৭/০৬/২০২৩
যুগ যুগ ধরে ওরা শ্রমিকের দল
নীরবেতে করে কাজ মনে নাই ছল।
কাঠফাটা রোদ্দুর কনকনে শীত
ক্লান্তির লেশ নাই মুখে থাকে গীত।
সাদামাটা হৃদয়ের চনমনে প্রাণ
সদাসুখী থাকে ওরা করে নাকো মান।
দিনশেষে একমুঠো চাই ডাল ভাত
লোভহীন সংসারে সদা থাকে সাথ।
কালো কালো চামড়ায় লবণের ছোপ
বুক পেতে নিতে জানে সমাজের কোপ।
কর্মেতে বিশ্বাসী কপালেতে নয়
মাথা সদা রাখে সোজা করে নাকো ভয়।
কর্ম যজ্ঞের মহা মন্ত্র বুকে আছে ঠাসা
অস্ত্র তাদের কাস্তে কোদাল মন খুব খাসা।
ভোর হলে পূবাকাশে পাখি গাহে গান
কর্মের হাতছানি নেচে ওঠে প্রাণ।
ছোটো ছোটো চাহিদার হয় না পূরন
তবু তারা সুখে করে জীবন ধারণ।
ফাঁকি দিতে নাহি জানে করে যায় শ্রম
দিন শেষে পায় যাহা তাহা কিসে কম।
চাহিদার লেশ নাই মনে নাহি লোভ
অপরের সুখ দেখে নাই কোনো ক্ষোভ।
যাহা চাই মন তাহা করে সারাদিন
কোন কাজ ছোট নয় করে নাকো হীন।
দিন শেষে হাসি মুখে ফিরে আসে বাড়ি
সাদামাটা জীবনের নেই কোন আড়ি।
---------------------