Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন
আষাঢ় এলো কদমফুলে
ডা.শামস রহমান ০৩ আষাঢ়'১৪৩০;ইং ১৭/০৬/২৩
আষাঢ় এলো মাদলের তালে,চিনি প্রথম কদমফুলেসাজাই কণ্ঠহারে দিবারাতি ভোরে কখনোমনের ভুলে!কে ডাকে আমায় ওপার থেকে নাম যেন তার চেনাবলার ছিল কতো কথা তার হয়নি তো আর…

 


সৃষ্টি সাহিত্য যাপন


আষাঢ় এলো কদমফুলে


ডা.শামস রহমান 

০৩ আষাঢ়'১৪৩০;ইং ১৭/০৬/২৩


আষাঢ় এলো মাদলের তালে,চিনি প্রথম 

কদমফুলে

সাজাই কণ্ঠহারে দিবারাতি ভোরে কখনো

মনের ভুলে!

কে ডাকে আমায় ওপার থেকে নাম যেন 

তার চেনা

বলার ছিল কতো কথা তার হয়নি তো 

আর শোনা!


রোজ ইচ্ছে করি হবে আকাশ বাড়ি

মনের মাঝে গড়ি

ইটপাথর যতো সুড়কি হয়ে খসে পড়ে

ঝরোঝরো!

দালান বাড়ির ফটকে তালা,নয় দরজা 

আট কুঠুরি 

নেই জিয়নকাঠি সঞ্চারে প্রাণ,বাঁচা মরা

এমনই করে!


মন দেহ গড়ে যতন করে কোন দেশে  

যায় অচিন পাখি উড়ে

ফুরুৎ করে পালিয়ে যাবে,শুনবে না

কারও কথা ওরে!

কোন গহীনে বাস লক্ষ তারার আবাস 

আকাশ ছোঁয়া যতো

সবকিছু দিতে পারিনি তোমায়,চেয়েছ 

মনের মতো!


কদমফুলে নজর কাড়ে শাখের ভীড়ে, 

যায়না তারে গাঁথা

কতো মন কাছে এসেও ভুলে পায় না 

তীরের দেখা!

ওকে খুঁজতে গেলাম এদিক ওদিক 

কোথাও পেলাম নাকো

সে তো ঘরে আছে মিছে বাইরে ঘুরি 

অন্তরেতে থেকো!

দু'নয়নে আঁকা পুষ্প মাখা,মৌ মধুগন্ধে 

কানন ভরবে

বিকাশোন্মুখ কলি চাইলো ভুলে,কেউ

সোহাগ ভরে তুলবে!


-Shams Rahman.