Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-সেরা-লেখনী-সম্মাননা

#সৃষ্টি_সাহিত্য_যাপন নিরুপায়ী দৃষ্টি রবিশংকর দাস।
অনেককিছু দেখতে হয় দাঁড়িয়ে, দুটি দেশের মধ্যে বয়ে যাওয়া নদী এপারে, নিরুপায়ী দৃষ্টিতে                                        দাঁড়িয়ে                          দাঁড়িয়ে দেখতে দেখতে  গ…


#সৃষ্টি_সাহিত্য_যাপন
নিরুপায়ী দৃষ্টি
রবিশংকর দাস।

অনেককিছু দেখতে হয় দাঁড়িয়ে,
দুটি দেশের মধ্যে বয়ে যাওয়া নদী
এপারে, নিরুপায়ী দৃষ্টিতে 
                                      দাঁড়িয়ে
                         দাঁড়িয়ে
দেখতে দেখতে 
গোধূলি গড়িয়ে সন্ধে নামে, 
এ যেন শাসকদলের কর্মীদের তান্ডব
দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা--- নতুবা,
খেয়ে নিতে পারে চাকরি!

এতটা দলদাস না হওয়াই ভাল।

প্রেমে নিরুপায়ী দৃষ্টি ব্রাত্য!
বর্ডার পেরিয়ে অবলীলায় উড়ে যায়
                                   পরিযায়ী
                     পাখি---
অনুশাসন একটা লাগে, তা 
পাখি কিংবা প্রেমিকের ওপর কাজ করে কম।।