সৃষ্টি সাহিত্য যাপন শিরোনাম: সরস্বতী বন্দনাকলমে: দেবব্রত মাজীতারিখ: ১৩/৬/২০২৩
ব্রহ্মার মুখ হইতে উত্থান তোমারতুমি নান্দনিক সৌন্দর্য্য - মাধুর্য্যর।শ্বেত পদ্মাসনে দেবীই হলে তুমিশ্বেত পুষ্প দিয়ে শোভিত তুমি।তাই নাম বিদ্যার দেবী সরস্ব…
সৃষ্টি সাহিত্য যাপন
শিরোনাম: সরস্বতী বন্দনা
কলমে: দেবব্রত মাজী
তারিখ: ১৩/৬/২০২৩
ব্রহ্মার মুখ হইতে উত্থান তোমার
তুমি নান্দনিক সৌন্দর্য্য - মাধুর্য্যর।
শ্বেত পদ্মাসনে দেবীই হলে তুমি
শ্বেত পুষ্প দিয়ে শোভিত তুমি।
তাই নাম বিদ্যার দেবী সরস্বতী
পূজিত হও বসন্তের পঞ্চমীতে।
জ্ঞান, সুখ ও প্রজ্ঞা আসে সর্বঘরে
কর্মজীবন উন্নতি হোক আশা সবারে।
মেধা শক্তির বিকাশ তোমারই স্মরণে
তুষ্ট হও হলুদ রঙের ফুল নিবেদনে।
তোমার অর্ঘ্য হোল পলাশ ফুলে
শোভিত হও শ্বেতপদ্মাসনা শ্বেত ফুলে।
মুক্ত করো সকল ঝামেলা থেকে
বিদ্যা ও জ্ঞানের আলো দাও সবাইকে।