Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-সেরা-লেখনী-সম্মাননা

শিরোনামঃ আমের মজাকলমে:- সর্ণালী মন্ডলতারিখ-১৪/৬/২৩বৈশাখ, জৈষ্ঠ্য, আষাঢ় আমের যে ভারী দরকার।শুরুতে মুকুল একে একে কত নাম, সব জানা দরকার।হিমের যে সাগর নাম তার হিমসাগরদাদা হল ফজলি শুধু ফাজলামিকাঁচামিঠে বোন তার, ভারি সে মিষ্টি।দিদির য…



 শিরোনামঃ আমের মজা

কলমে:- সর্ণালী মন্ডল

তারিখ-১৪/৬/২৩

বৈশাখ, জৈষ্ঠ্য, আষাঢ় আমের যে ভারী দরকার।

শুরুতে মুকুল একে একে কত নাম, সব জানা দরকার।

হিমের যে সাগর নাম তার হিমসাগর

দাদা হল ফজলি শুধু ফাজলামি

কাঁচামিঠে বোন তার, ভারি সে মিষ্টি।

দিদির যে বাহার দেশি বিদেশি মিলে মিশে একাকার।

বৌদ্ধের ভাষা পালি, নাম আম্রপালি।

ভাইটা ল্যাংরা, কেউ তাকে দেখে না।

পাশে এক বিদেশি, থাকে শুধু একাকী

আলফানসো নাম নিয়ে করে খালি মস্তি।

জোসি আছে পাশাপাশি, ছোট আঁটি গায়ে তার গন্ধ

সেই নিয়ে সারা পাড়া মাতামাতি করলো।

কেউ কেউ ভি.আই. পি, তারা হল হাইব্রিড।

কোনো কাজ নেই তার, বসে বসে ঘুমোয়।

আচার, চাটনি, পুডিং, লস্যি, ফ্রুটি, কেক, সন্দেশ, মিষ্টি, আইসক্রিম

সব যদি পেতে চাও, কোলে করে নিয়ে যাও

আমের চপ, লুচি, চিঁড়ে, রুটি যদি খেতে চাও

সক্কলে এখুনি আম গাছ পুঁতে দাও।