Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন কবিতাঃ-- সবুজ গেলো কই?✍ সঞ্জয় কুমার পাল তারিখঃ-০৬/০৬/২০২৩ ইংরেজী।*****************************এতো সবুজের ছড়াছড়ি ছিলো       সবুজ গেলো কই?সবুজ বনানী গাছগাছালি ছাড়া        কেমনে টিকে রই?
সবুজ গাছগাছালি নিধন করে   …

 


সৃষ্টি সাহিত্য যাপন 

কবিতাঃ-- সবুজ গেলো কই?

✍ সঞ্জয় কুমার পাল 

তারিখঃ-০৬/০৬/২০২৩ ইংরেজী।*****************************

এতো সবুজের ছড়াছড়ি ছিলো

       সবুজ গেলো কই?

সবুজ বনানী গাছগাছালি ছাড়া 

       কেমনে টিকে রই?


সবুজ গাছগাছালি নিধন করে

    গড়া হচ্ছে সুরম্য প্রাসাদ, 

দিনদিন বৃক্ষরাজির ফলফসারীও

     হারাচ্ছে আগের স্বাদ।


এখন প্রশ্বাসে আসে ডিজেলের গন্ধ 

    প্রাকৃতিক অক্সিজেন হচ্ছে উধাও,

  শ্বাসকষ্ট জনিত রোগীদের সংখ্যা 

    হাসপাতাল ক্লিনিকে ঢালাও।


  এখন শহরে গ্রামে আধুনিকতার ছোঁয়া

       গাছগাছালি বাড়িতে নাই,

যদিও পাচ্ছি  বৈদ্যুতিকপাখা  এসির ঠান্ডা 

      এতে জীবনীশক্তি হারাই।


   গাছের ছায়ায় বসলে, নদীর তীরে হাঁটলে 

          আগে জুড়িয়ে যেতা প্রাণ,

 মেশিনের ঘ্যানঘ্যানানি আর তেলের গন্ধে

           এখন ওষ্ঠাগত প্রাণ।


  দশটা গাছ লাগিয়ে একটা কাটলে

       হতো না তেমন ক্ষতি,

লোভী ব্যবসায়ীরা এসব ভাবে না

      মুনাফার দিকে থাকে মতি।


   যতোই গড়ো সুরম্য প্রাসাদ 

     গাছপালা করে উজাড়,

    জীবনী শক্তি কমতেই থাকবে

       বেড়ে যাবে মৃত্যুর হার।


    সময় থাকতে সবুজ রক্ষা করো

          বাঁচার বিকল্প নাই,

  সবুজ নিধন নয় সবুজ বপনই

        চারদিকে দেখতে চাই।

             **************