Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-সেরা-লেখনী-সম্মাননা

#সৃষ্টি_সাহিত্য_যাপন #বিভাগ_কবিতা#শিরোনাম_ভক্তের_ভগবান #কলমে_গৌতম_তরফদার#তারিখ_০৬_০৬_২০২৩
ভক্তের ভগবান       ভরসায় ভাসমান,        ভালোবাসা হোক ভয়শূন্য।ভজকট ভাবনা     ভয়কাতুরে কামনা,           ভক্তি হোক কলঙ্কশূন্য। 
ভাগ্যফলে ভিন্নতা…

 


#সৃষ্টি_সাহিত্য_যাপন 

#বিভাগ_কবিতা

#শিরোনাম_ভক্তের_ভগবান 

#কলমে_গৌতম_তরফদার

#তারিখ_০৬_০৬_২০২৩


ভক্তের ভগবান       ভরসায় ভাসমান,

        ভালোবাসা হোক ভয়শূন্য।

ভজকট ভাবনা     ভয়কাতুরে কামনা, 

          ভক্তি হোক কলঙ্কশূন্য। 


ভাগ্যফলে ভিন্নতা   ভর্ৎসনায় ঘৃণ্যতা,

      ভবসমুদ্রে ভাগশেষের ভিড়। 

ভাগফলে কাটাকুটি  ভাগ্যের ভ্রুকুটি,

         ভাবলেশহীন ভাঙা নীড়। 


ভাগ্যের ভীষণদর্শন     ভয়াতুর কর্ষণ, 

        ভক্তিবাদেই আছে যুক্তি।

ভক্তিভরে ডাকো       ভক্তিরস মাখো,

        ভক্তিযোগেই পাবে মুক্তি।


ভাঙাভাঙা মন            ভগ্নদশায় পণ,

        ভাবনাচিন্তায় ঈশ্বর ভক্তি । 

ভাঁওতাবাজি বর্জন    ভয়ানক গর্জন,

        ভক্তিভাবেই মেলায় শক্তি। 


ভেংচানো ইহকাল   ভয়ক্লিষ্ট পরকাল,

    ভেতরবাড়িতে থাকুক বনমালী। 

ভজমান আত্মা    ভগবদগীতার স্বত্বা,   

     ভিটেমাটিরে করো শক্তিশালী।

 


____// বুদ্ধুরাম