Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-সেরা-লেখনী-সম্মাননা

#সৃষ্টি সাহিত্য যাপনকবিতাঃ চলবো প্রকৃতির পথেকলমে- সঞ্জয় বৈরাগ্য০৫-০৬-২৩✍️আজ ৫ ই জুন, 'বিশ্ব পরিবেশ দিবস'-এ এসো নিই শপথ ---
আলো ছিল হাওয়া ছিল, ছিল অঝোর ধারায় বৃষ্টিমাটি ছিল বীজ ছিল, হল অপত্য প্রাণ সৃষ্টি।অরণ্যানী ও সবুজত্ব …

 


#সৃষ্টি সাহিত্য যাপন

কবিতাঃ চলবো প্রকৃতির পথে

কলমে- সঞ্জয় বৈরাগ্য

০৫-০৬-২৩

✍️আজ ৫ ই জুন, 'বিশ্ব পরিবেশ দিবস'-এ এসো নিই শপথ ---


আলো ছিল হাওয়া ছিল, ছিল অঝোর ধারায় বৃষ্টি

মাটি ছিল বীজ ছিল, হল অপত্য প্রাণ সৃষ্টি।

অরণ্যানী ও সবুজত্ব ছিল, ছিল নির্ভয়তা অতি

ছিল শান্ত নদী, নীল আকাশ আর সুন্দর এক প্রকৃতি।

অনন্য এ ধরণীতে, এবার এল মানব জাতি, এল প্রাণ কত শত

নিয়ে সাথে যত আবিলতা ও জটিলতা, পৃথ্বীকে করলো পদানত।

এলো যন্ত্র, কারখানা-কল, হল যান্ত্রিকতার জয়

নিয়ে এলো ধ্বংস, আধুনিক কংস --- শুরু হল পরিবেশের ক্ষয়।

সইল না আর পৃথিবী, এল দুঃসময়

বিবর্ণ হল আকাশ, কুঞ্চিত ফুল, হল বন্ধ পাখির কলরব

তবে এখনও আছে সময়, হবে মানবজাতির জয়।

প্রকৃতিকে বাঁচাতে করতে হবে সবুজায়ন

চলো হাতে হাত মিলিয়ে শুরু করি বৃক্ষরোপণ।

বৃক্ষের চেয়ে শ্রেষ্ঠ বন্ধু আর নেই এ পৃথিবীতে

'একটি গাছ একটি প্রাণ' উদ্বুদ্ধ হও এই মন্ত্রে।

আজ বিশ্ব পরিবেশ দিবসে নিই শপথ, 'চলবো প্রকৃতির পথে'

দূষণ-দৈত্যের কবল থেকে বাঁচিয়ে পৃথিবীকে, একদিন ওড়াবো ঠিকই বিজয় নিশান, জীবনেরই রথে।