বিভাগ-কবিতা শিরোনাম--" কবিতার জন্য কবিতা "কলমে-সূর্যকন্যা তপতী (তপতী দাস)তারিখ-২৬/০৭/২০২৩11:37 PM """"""""""""""""""""&…
বিভাগ-কবিতা
শিরোনাম--" কবিতার জন্য কবিতা "
কলমে-সূর্যকন্যা তপতী (তপতী দাস)
তারিখ-২৬/০৭/২০২৩
11:37 PM
"""""""""""""""""""""""""""""""""""""""""
কবিতা কি জন্ম নেয় দুঃখের গর্ভ থেকে ?
কবিতা কি জন্ম নেয় অভিমান
আঘাত আর অপমানে ?
কবিতা কি জন্ম নেয় কবির অন্তরে ?
কবিতা কি সুখ সাগরে নিখোঁজ হওয়া
এক খাতা নিজের সঙ্গে নিজে কথা কওয়া লেখা?
কবিতা কি কালির অক্ষরে ঢাকা এক শিশু ?
যে শুয়ে থাকে একাকী কাগজের বিছানায় ?
কবিতা কি প্রকৃতির রঙ রূপ রহস্য কথা ?
ফুল ,ফল ডালপালা, শিকড় বাকড় ?
খাল ,বিল ,নদী ,নালা সাগর ?
কিংবা রৌদ্রস্নাতা তপ্ত ধূসর বালুচর ?
চাঁদের আলো গায়ে মেখে শুয়ে থাকা বিশ্ব চরাচর?
বৃষ্টি জলে স্নান সারা ঘাসের ডগা ?
ঝর্ণা ধারায় স্নান সারা নুড়ি পাথর ?
রঙিন মাছ রাঙা পাখি কিংবা বিচ্ছিরি কাকেরছানা?
স্রোতে ভাসা মৃত দেহ কাকেদের বড়ো প্রিয় আহার
ক্ষেপী পাগলী-- পাগলা দামু?
বাবু বাড়ির বাঁধা চাকর রামু ?
কালো কোটের মহা ধূর্ত উকিল বাবু?
সোনার বাঁধানো দাঁতে মিশি মাথা মানদা মাসি ?
ঈশারাতে ডাকছে বেশ্যালয়ের মেয়ে
বাসস্থান নিষিদ্ধপল্লী ওয়াটগঞ্জ, সোনাগাছি বৌবাজার—-
শরীর জুড়ে মরণ অসুখ এইডস
রসের নাগর খদ্দের ছাড়ে না
মাসি নিয়েছে টাকা--
কি করে সেই মেয়ে উপায় নেই
ঘুন ঘুন ঘুন-- ঘুন ধরা সমাজ ব্যবস্থা
কুড়ে কুড়ে খাচ্ছে মানুষ, মানুষ ধরে ধরে
আঁশ বঁটিতে শুকনো আঁশ
গঙ্গা পদ্মা ইলিশ মাছ
এপার ওপার কাঁটাতারের বেড়া
অথচ দিব্য মাছ করছে চলাচল
গঙ্গা পদ্মা একই জল
জাত পাতের বেড়াজালে আটকে পরা
হিন্দু মুসলমান
ঘরের কোনে লক্ষ্মীর থান
নারায়ণ পূজো কিংবা পীরবাবার মাজার
মানত পূরণ হলে চড়াবে সিন্নি সওয়া সের
পাঁচ মেয়ের বাপ মাঙে দয়া কর আল্লা কিংবা ঠাকুর
এবার পোলা দাও---!!
রেল গাড়ি ঝমা ঝম্-- বাবু বিবি বেশ ক'জন
রেল লাইনের ধারে খোলা শৌচালয়
ইস্ নাকে চাপা দাও -- নাকে চাপা দাও
এই তো বেশ-- এই তো বেশ
আমার ভারত মহান দেশ
নেতা ও নেত্রীর বাড়ছে পসার
বোকা জনতা ভোট বাক্সের
ভোট হয়ে যাওয়া ভোটার
বেশ তো চলছে চলতে থাক
চলছে চলবে-- চলছে চলবে চলতে থাক
এরই মাঝে কবিতা তবু জন্ম নিক কবির কলমে
অলিতে ,গলিতে ,ফুটপাতে, বেশ্যালয়ে
মাঠে , ময়দানে, ফাঁসির কড়ি কাঠে
দাউ দাউ করে জ্বলে ওঠা ক্ষুধার আগুন
কি করে কবিতার পিতা মাতা কবিরা এখন
ঘুরুক মরে হিসেবি প্রকাশকের দ্বারে দ্বারে
চোখ মটকে বলে যান যান
ও সব কবিতা টবিতা কেউ পড়ে না
টিভির যুগ এখন কবিতা চলে না
কবিতার পঞ্চ ইন্দ্রিয়ে কান্না
জন্ম নেওয়ার আগেই পিতা মাতা ক্ষুধার্ত কবিদের সাথে
মরে যায় না বলতে পারা
শত সহস্র কবিতা
তবু দ্যাখো, মধ্য রাতে কোন এক
অখ্যাত কবি লিখছে একাকী
শুধু কবিতার জন্য কবিতা।
""""""""""""""""""""""""""""""""""""""""""
সূর্যকন্যা তপতী