Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন শিরোনাম-নীরব প্রেমকলমে-অন্নপূর্ণা দাস। তারিখ-০৫-০৬-২০২৩'আমি তোমার প্রেমে  হব সবার কলঙ্কভাগী'দুটি সদ্য ফোটা ফুলের কড়ি পথ চলছে;অন্যরকম  অনুভূতি নিয়ে। তারা বিশ্বাসের ভরসায় পূর্ণ,ভয় নেইএটাই  কি তাহলে ভাল…

 


সৃষ্টি সাহিত্য যাপন 

শিরোনাম-নীরব প্রেম

কলমে-অন্নপূর্ণা দাস। 

তারিখ-০৫-০৬-২০২৩

'আমি তোমার প্রেমে  হব সবার কলঙ্কভাগী'

দুটি সদ্য ফোটা ফুলের কড়ি পথ চলছে;

অন্যরকম  অনুভূতি নিয়ে।

 তারা বিশ্বাসের ভরসায় পূর্ণ,ভয় নেই

এটাই  কি তাহলে ভালবাসা!

যার জন্য প্রথম গোপনে মনে ত্যাগ আসে,

ইচ্ছে হয় তার পছন্দমতো সাজতে,

মন চায় শুধুই তার সান্নিধ্যে পেতে 

একা থাকা আর তার  ভাবনায় ডুবে থাকার

একটা অন্যরকম টান,

যদি  তাই হয়,তবে সেও তো তাহলে...

এখন তার শাড়ি,লাল টিপ আর চুরি খুবই পছন্দের,

কখন এতো আপন হলো জানে না সে,

হয়তো পড়তে অভ্যাস হয়েছে তাই,

না কি সত্যিই...

তাহলে সে কি তার,নীরব প্রেম!

'আমার আপনার চেয় আপন  যে জন'

না কি আজ সে অসুস্থ  তাই  এরকম ভাবনা,

তবে কঠিন পরিস্থিতিতে তাকেই সে ভরসা করে।