সৃষ্টি সাহিত্য যাপনশিরোনাম:-মন খারাপী মেঘ দুপুরেকলমে-শিবানী সাহাতারিখ:-১২/০৬/২০২৩
মন খারাপী মেঘ দুপুরে একলা ঘরে বসে,অতীত কথা মনের মাঝে ভিড় করে যে এসে।
ভাবলে পরে তোমার কথা চোখেতে আসে জল,কোন কারণে পালিয়ে গেলে করে কঠিন ছল।
…
সৃষ্টি সাহিত্য যাপন
শিরোনাম:-মন খারাপী মেঘ দুপুরে
কলমে-শিবানী সাহা
তারিখ:-১২/০৬/২০২৩
মন খারাপী মেঘ দুপুরে
একলা ঘরে বসে,
অতীত কথা মনের মাঝে
ভিড় করে যে এসে।
ভাবলে পরে তোমার কথা
চোখেতে আসে জল,
কোন কারণে পালিয়ে গেলে
করে কঠিন ছল।
এমন বোকা মানুষ আমি
চিনতে ভুল করি,
ভুলের বশে সব হারিয়ে
দুখের নদী গড়ি।
মানুষ চেনা নয় তো সোজা
সবাই এক নয়,
জেনেও তবু মিশতে গেলে
লাগে দারুণ ভয়।
সঠিকভাবে মানুষ চেনা
মোটে সহজ নয়,
মন্দ ভালো সবার মাঝে
তারা লুকিয়ে রয়।