কোলাঘাট ব্লকের খন্যাডিহি গ্রামে গভীর রাতে একাধিক দোকানে আগুন লাগে।প্রথমে একটি টেলারিং দোকান থেকে আগুন লাগে বলে অনুমান।এরপর পরপর ৮ টি দোকানে আগুন লেগে যায়।পরে আরো সাত আটটি দোকান আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়।প্রথমে গ্রামবাসীরাই আগুন …
কোলাঘাট ব্লকের খন্যাডিহি গ্রামে গভীর রাতে একাধিক দোকানে আগুন লাগে।প্রথমে একটি টেলারিং দোকান থেকে আগুন লাগে বলে অনুমান।এরপর পরপর ৮ টি দোকানে আগুন লেগে যায়।পরে আরো সাত আটটি দোকান আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়।প্রথমে গ্রামবাসীরাই আগুন নেভানোর কাজে হাত লাগায়।এরপর খবর দেওয়া হয় দমকলে।দমকলের দুটি ইঞ্জিনের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে।তবে কি কারনে আগুন লাগে তা জানা যায়নি।বেশকয়েকটি দোকানের মধ্যে একটি দোকানে বেশকিছু আতসবাজিও মজুত ছিলো বলে অভিযোগ।ঘটনাস্থলে আসে কোলাঘাট থানার পুলিশ।