নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর.... ওড়িশায় ঘটে যাওয়া মর্মান্তিক রেল দুর্ঘটনায় আহতদের পাশে দাঁড়াতে এবং রক্তের গ্রীষ্মকালীন সংকট কিছুটা হলেও মেটাতে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের জাতীয় সেবা প্রকল্পের প্রথম,নবম,একাদশ ইউনিট এবং ইংরেজি বিভ…
নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর.... ওড়িশায় ঘটে যাওয়া মর্মান্তিক রেল দুর্ঘটনায় আহতদের পাশে দাঁড়াতে এবং রক্তের গ্রীষ্মকালীন সংকট কিছুটা হলেও মেটাতে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের জাতীয় সেবা প্রকল্পের প্রথম,নবম,একাদশ ইউনিট এবং ইংরেজি বিভাগের প্রাক্তনী সংসদের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার আয়োজিত হলো রক্তদান শিবির ।
নয়াগ্রাম সুপার স্পেশাল্টি হাসপাতাল ব্লাড ব্যাংক কর্তৃপক্ষ এদিনের শিবির থেকে রক্ত সংগ্রহ করেন। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের বর্তমান, প্রাক্তন ছাত্র-ছাত্রী ছাড়াও শিবিরে স্বতঃস্ফূর্ত ভাবে রক্তদানে এগিয়ে আসেন মেদিনীপুর শহর তথা শহরতলির বাসিন্দারা। এদিনের শিবিরে রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের এন এস এস কো-অর্ডিনেটর অধ্যাপক দেবদুলাল বন্দ্যোপাধ্যায় এবং ইউনিট এর দায়িত্বে থাকা অধ্যাপক ডঃ দেবদাস রায়, ডঃ গুঞ্জন বিশ্বাস, ডঃ ছন্দা মল্লিক, সমাজকর্মী ফারুক মল্লিক, অধ্যাপক ইন্দ্রনীল আচার্য , অধ্যাপক জয়জিৎ ঘোষ, অধ্যাপিকা দেবযানী মুখার্জী,ডি এস ডব্লু ডঃ অশোক কুমার প্রমুখ।
উপস্থিত বিশিষ্ট জনেদের মতে, মানবতার টানে এই উদ্যোগ সর্বস্তরের মানুষের যোগদান মানব-সমন্বয়ের উৎকৃষ্ট নিদর্শন রচনা করলো। ইংরেজি বিভাগের প্রাক্তনী সংসদের তরফে উপস্থিত ছিলেন সভাপতি অধ্যাপক ইন্দ্রনীল আচার্য, সম্পাদক সৌম্যদীপ চক্রবর্তী, অধ্যাপক জয়জিৎ ঘোষ এবং অধ্যাপিকা দেবযানী মুখার্জী প্রমুখ।
এঁদের কথায়, প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীদের এই মহতী উদ্যোগ আগামীতে বহু মানুষকে প্রেরণা যোগাবে । এদিনের শিবিরে ২২ জন মহিলা সহ মোট ৫২ জন রক্তদাতা রক্তদান করেন।