Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

প্রয়াত কাউন্সিলর রাহুল নাগের স্মৃতিতে রক্তদান শিবির

নিজস্ব সংবাদদাতা মেদিনীপুর : মেদিনীপুর শহরের বিশিষ্ট নাগরিক, সমাজসেবী  তথা মেদিনীপুর পুরসভার প্রাক্তন কাউন্সিলর প্রয়াত রাহুল নাগের প্রয়াণ দিবসকে সামনে রেখে রাহুল বাবুর স্মৃতিতে রবিবার রবীন্দ্রনগরে নাগেদের বাসভবনে অনুষ্ঠিত হলো র…

 


নিজস্ব সংবাদদাতা মেদিনীপুর : 

মেদিনীপুর শহরের বিশিষ্ট নাগরিক, সমাজসেবী  তথা মেদিনীপুর পুরসভার প্রাক্তন কাউন্সিলর প্রয়াত রাহুল নাগের প্রয়াণ দিবসকে সামনে রেখে রাহুল বাবুর স্মৃতিতে রবিবার রবীন্দ্রনগরে নাগেদের বাসভবনে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির। এই নিয়ে পরপর পাঁচবছর এই শিবির অনুষ্ঠিত হলো।


  রাহুল নাগ স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে আয়োজিত এই শিবিরে উপস্থিত সকলকে স্বাগত জানান সংগঠনের আহ্বায়িকা তথা সম্পাদিকা,রাহুল বাবুর স্ত্রী  শিক্ষিকা শ্রাবণী নাগ ও যুগ্ম সম্পাদিকা রাহুল বাবুর কন্যা শ্রীজিতা নাগ উপস্থিত সবাইকে স্বাগত জানান। এদিনের শিবিরে মোট পঞ্চাশ জন রক্তদাতা রক্তদান করেন। এদিনের শিবিরে চার দম্পতি যুগল রক্তদান করেন।

পাশাপাশি সদ্য ১৮ উত্তীর্ণা হবু ডাক্তার পতত্রীর রক্তদান ছিল এদিনের শিবিরের উল্লেখ্যযোগ্য ঘটনা। এদিনের শিবির আয়োজনে সহযোগিতার হাত বাড়িয়ে দেন মেদিনীপুর কুইজ কেন্দ্রের সদস্য-সদস্যারা।অন্যান্য অতিথিদের উপস্থিতিতে রাহুল নাগের প্রতিকৃতিতে মাল্যদান ও প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে এদিনের শিবিরের সূচনা করেন পশ্চিমবঙ্গ রাজ্য বীজ নিগমের জেলা প্রবন্ধক দিব্যেন্দূ সামন্ত।

এছাড়াও এদিনের শিবিরে রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন রক্তদান আন্দোলনের নেতৃত্ব জয়ন্ত মুখার্জি,সাহিত্যিক বিদ্যুৎ পাল, সমাজকর্মী শিক্ষক সুব্রত মহাপাত্র, শিক্ষিকা সবিতা মান্না,প্রধান শিক্ষক প্রসূন কুমার পড়িয়া, শিক্ষক গৌতম বোস,প্রধান শিক্ষক সুভাষ জানা,প্রধান শিক্ষিক স্নেহাশিস চৌধুরী, শিক্ষিকা আল্পনা দেবনাথ বোস, শিক্ষিকা সুতপা বসু, শিক্ষিকা অন্তরা বসু জানা, শিক্ষিকা শবরী বসু চৌধুরী, শিক্ষক মৃত্যুঞ্জয় সামন্ত, শিক্ষিকা মৌসুমী চৌধুরী, শিক্ষিকা পৌষালী সামান্ত, শিক্ষিকা শ্বাশতী দে, শিক্ষিকা রোমি পাল, শিক্ষক কিংশুক রায়, শিক্ষিকা নিবেদিতা দরিপা, সমাজকর্মী অভ্রজ্যোতি নাগ ,নাট্যপ্রেমী সুরজিৎ সেন,তারাপদ দে,জয় রায় প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন রাহুল নাগের ছোটবেলার চারজন বন্ধু। তাঁদের একজন রক্তদান করেন।এদিনের রক্তদান শিবিরে রক্ত সংগ্রহ করেন  মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল ব্লাডব্যাংক কর্তৃপক্ষ। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষিকা অনিন্দিতা শাসমল।

সবুজায়নের বার্তা দিতে রক্তদাতা ও অতিথিদের চারাগাছ দিয়ে সম্মানিত করা হয়।শিবির সুষ্ঠু ভাবে সম্পন্ন হওয়ায় রক্তদাতাদের ও উপস্থিত সবাইকে আয়োজকদের পক্ষে ধন্যবাদ জানান শ্রাবনী নাগ ও শ্রীজিতা নাগ।