Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন শিরোনাম - "বরষণ "কলমে- মিঠু ঘোষতারিখ -০৪-০৭-২০২৩
ওই দেখো চাহিয়া দূর আকাশেবরষে কেমন মেঘ সরিয়া আসে।
কেমন করিয়া উড়ন্ত পবন চুটিছে ত্রিভুবনে,কেমন করিয়া তরু দল গুলি দুলিছে দেখো কাননে।
কেমন করিয়া রামধনু …

 


সৃষ্টি সাহিত্য যাপন 

শিরোনাম - "বরষণ "

কলমে- মিঠু ঘোষ

তারিখ -০৪-০৭-২০২৩


ওই দেখো চাহিয়া দূর আকাশে

বরষে কেমন মেঘ সরিয়া আসে।


কেমন করিয়া উড়ন্ত পবন চুটিছে ত্রিভুবনে,

কেমন করিয়া তরু দল গুলি দুলিছে দেখো কাননে।


কেমন করিয়া রামধনু আজি উঠিয়াছে সাজিয়া সাতটি রঙের আভাসে,

কেমন করিয়া বরষার ফুল সাদা মেঘে শুধু হাসে।


কেমন করিয়া সরস ফল জাগিছে তরুতে,

সময় হইলে বিদায় লইবে নিজের নিজের পরিস্থিতিতে।


কেমন করিয়া কাল বৈশাখী আসিছে দুয়ার ভেদ করিয়া,

কেমন করিয়া কচি কাঁচারা আনমনে থাকে আকাশে চাহিয়া।


বরষা যেন আঁধার রাতে আসিয়াছে প্রকৃতিতে,

রিমঝিম ধারায় বরষণ বহে কত বাহারের রাশিতে।


শ্রাবণ যেন মনে করায় আমরা আছি তৃপ্ত দানে,

গ্রীষ্মের খরশ্রোতা নিবারণের মন্ত্র নিয়েছি কানে।