কিছুসুনীল বণিক। ০৫/৮/২৩*********রোজ কিছু মুহূর্ত ফিরে ফিরে আসেকিছু অনুভূতি, কিছু কিছু ক্ষণখোঁচা দেয় চুপি আরে।কিছু বলা যায়,কিছু অব্যক্ত, ভাষাহীন কিছু,কিছু সুখানুভূতি। সবই তো সেই একটা 'তোমার'জন্যই শুধু তুমি।পাওয়ার আবেশে ব…
কিছু
সুনীল বণিক।
০৫/৮/২৩
*********
রোজ কিছু মুহূর্ত ফিরে ফিরে আসে
কিছু অনুভূতি, কিছু কিছু ক্ষণ
খোঁচা দেয় চুপি আরে।
কিছু বলা যায়,কিছু অব্যক্ত,
ভাষাহীন কিছু,কিছু সুখানুভূতি।
সবই তো সেই একটা 'তোমার'
জন্যই শুধু তুমি।
পাওয়ার আবেশে বোঝো না।
পাওয়ার কিছু,চাওয়ার কিছু,
কিছু কথা কিছু খুনসুটি আনন্দ কিছুটা।
বৃষ্টিতে ভেজার মতো কিছুটা,
কিছুটা প্রেমে ভেজা,আদরে ভেজা।
ভালো লাগা কিছুটা অবোধ থাকা,
শিশুর মতো সরল থাকা,পাগলপণ।
ডুবে থাকা কিছুটা ভালোবাসায়,
অবুঝ ভালোবাসার সাগরে,
ভূলে থাকা সব, ইচ্ছায় অনিচ্ছায়।
রোজ কিছু কিছু ভুলতে হয়,
কিছু কিছু না শুনে চলতে হয়,
এমন কিছু কিছু নিয়েই তো জীবনটা।
টক ঝাল মিষ্টি,হিসাবহীন চলা,
ভালোবাসার জীবন যাকে বলে।
*************0*******************