সৃষ্টি সাহিত্য যাপনআমার আমি।✍️ রাজা চক্রবর্তীতারিখ:- ২/৮/২৩.
আপনারেই যদি চিনতে না পারিমেটে না তো মনের তৃষা।আপনার ভিতর খুঁজিয়া তোমারেবৃথাই হইল আমার দিশা।
তুমি যে অসীম, সীমাহীন আকাশেতারাদের মাঝে মলিন। আমি যে তোমায় দেখিতে না পাইবিব…
সৃষ্টি সাহিত্য যাপন
আমার আমি।
✍️ রাজা চক্রবর্তী
তারিখ:- ২/৮/২৩.
আপনারেই যদি চিনতে না পারি
মেটে না তো মনের তৃষা।
আপনার ভিতর খুঁজিয়া তোমারে
বৃথাই হইল আমার দিশা।
তুমি যে অসীম, সীমাহীন আকাশে
তারাদের মাঝে মলিন।
আমি যে তোমায় দেখিতে না পাই
বিবেকের কাছে বিলীন।
কত আশা জাগে, একবার যদি দেখা হয়,
শুধু জানি, সেই তো আমার আমি।
সেইতো বিধাতা, সেইতো তোমারি ইচ্ছা
সংসারে তুমিই যে অন্তর্যামী।
দুঃখ হয় তবে, এ সমাজের বুকে আজও
চলে হিংসা ও হানাহানি।
উহাদের তুমি পারো না বুঝাতে
ও সব কিছু মানহানি।
এত ডাকি তাঁরে, দৃশা নাহি সরে,
আমার আমি কই?
মনের গহীনে কতবার ঢুকেছি
চিনতে পাইনি সই।
R.c..@..2/8/23.