সৃষ্টি সাহিত্য যাপনকেমিক্যাল লোচা- জয় চক্রবর্তী০৪/০৮/২০২৩
পাঁচ হাজার ফুট উঁচুতে আকাশের অনেক কাছেসরাইখানার চায়ের টেবিলে দেখেছিলামমোমবাতির কাঁপা আলোয় দুলতে তোমার মুখ,সেদিনের সেই বর্ষনমুখর দূর্যোগপূর্ণ রাতেএকা, মিনেকারি করা চায়ের…
সৃষ্টি সাহিত্য যাপন
কেমিক্যাল লোচা
- জয় চক্রবর্তী
০৪/০৮/২০২৩
পাঁচ হাজার ফুট উঁচুতে আকাশের অনেক কাছে
সরাইখানার চায়ের টেবিলে দেখেছিলাম
মোমবাতির কাঁপা আলোয় দুলতে তোমার মুখ,
সেদিনের সেই বর্ষনমুখর দূর্যোগপূর্ণ রাতে
একা, মিনেকারি করা চায়ের পেয়ালা হাতে।
মুখটা ভালো করে দেখাই হয়নি আলো আঁধারিতে।
বহুদিন পরে দেখলাম তোমায় পুরীর সমুদ্র তটে
রোদচশমা চোখে এক ঝাঁকা রোদ মাথায় নিয়ে
মুখটা অন্ধকার করে বসে আছ একা।
দূরে সমুদ্রে ভাসমান জাহাজে ভাসছো নাকি
সমীপে দুলছো ঢেউ-এর সফেদ ফেনায়!
সেদিনের মতো এবারও মুখটা রইল অদেখায়।
আবারও দেখলাম তোমায় এক ঝলক
অনেক যাত্রীদের মাথার আড়ালে
ভিড় ট্রেন থেকে নামতে, আমার ওঠার সময়।
কেটে গেছে দিন বহুদিন, বছরও হবে হয়তো
ভেবেছি দেখা হবে কোন একদিন
আচম্বিতে, সাজবে আবার মন রঙিন ।
আলেয়ার মতো আজও তোমায় দেখি
পিছন থেকে এখানে ওখানে স্কুলের গেটে
বৃষ্টিভেজা কোনো রাস্তায় যাচ্ছ পায়ে হেঁটে
কিংবা ফুলের বাগানে সাজি ভরা ফুল হাতে।
তবুও সংশয় সেকি সত্যি নাকি আমার মতিভ্রম
নাকি মননে কেমিক্যাল লোচার ক্রিয়া করম!
** সংরক্ষিত **