#সৃষ্টি_সাহিত্য_যাপন বিভাগ_কবিতা ""আমি সীতা""অপর্ণা রায়০৫/০৮/২০২৩
""আমি সীতা""
আমি সীতা, ধরিত্রীর মায়ের কন্যা, ধরিত্রীর গর্ভ হইতে ভূমিষ্ঠ হইয়াছি আমি।
পিতা জনক হা…
#সৃষ্টি_সাহিত্য_যাপন
বিভাগ_কবিতা
""আমি সীতা""
অপর্ণা রায়
০৫/০৮/২০২৩
""আমি সীতা""
আমি সীতা, ধরিত্রীর মায়ের কন্যা, ধরিত্রীর গর্ভ হইতে ভূমিষ্ঠ হইয়াছি আমি।
পিতা জনক হাল চষিতে গিয়া, আমায় পড়িয়া থাকিতে দেখিয়া, পরম স্নেহ ভরিয়া লইলেন ক্রোড়ে তুলিয়া!
পিতার নয়নের মনি হইয়া, স্নেহ যতনে ভালোবাসায় বাড়িয়া উঠিলাম আমি,
যথা সময়ে স্বয়ংবরে হরধনু ভঙ্গ করিয়া, রঘু নন্দন আমারে লইলেন জিতিয়া!
মহাসমারোহে অযোধ্যা নগরে, রাজা দশরথ পরিবার সমেত বধূবরণ করিলেন আমাদিগের,
অদৃষ্টের নিষ্ঠুর পরিহাসে মাতা কৈকেয়ের ছলনাতে, পতি দেবতার হাত ধরিয়া গেলাম বনবাসে।
বনবাসে থাকাকালীন লঙ্কাধিপতি রাবণ ছল করিয়া করিলেন হরণ আমারে,
রাম রাবণের মহারণ শেষে, অগ্নিপরীক্ষা দিয়া সতীত্বের প্রমাণ দিয়া মুক্তি পাইলাম আমি অবশেষে!
বনবাস শেষে ফিরিলাম অযোধ্যা নগরীতে, রাম রাজা হইয়া বসিলেন সিংহাসনে,
রাজাধিরাজ মহারাজ রাম, প্রজাদের কথা শুনিয়া ত্যাগ করিলেন আমারে!
বাল্মীকি মুনির আশ্রমে থাকিয়া দুই সন্তানের জন্ম দিলাম আমি লব ও কুশ নামে,
পুনরায় ফিরিলাম যখন অযোধ্যা ধামে, পুনরায় অগ্নিপরীক্ষা দিতে কহিলেন আমারে,
আর পারিনা সহিতে যাতনা, ধরিত্রী মাতাকে কহিলাম ডাকিয়া মাতা, "ক্রোড়ে তুলিয়া লহ আমারে"!!
... অপু