সৃষ্টি সাহিত্য যাপন :
শিরোনাম : " তুমি জীবনের খেয়া নদী " কলমে : মৃণাল কান্তি ঘোষ তাং : ৩১/০৭/২০২৩ """"""""""""""""&q…
সৃষ্টি সাহিত্য যাপন :
শিরোনাম : " তুমি জীবনের খেয়া নদী "
কলমে : মৃণাল কান্তি ঘোষ
তাং : ৩১/০৭/২০২৩
"""""""""""""""""""""""""""""""""""""""
খুঁজেছি কত তোমায়, পাইনি তো খোঁজ কোথাও;
কেউ দেয়নি একটু খবর, একটা বার ভুলেও।
কেমন আছো তুমি, আগের মতই কি আছো!
বুকের ভেতরে কষ্ট জমিয়ে, এখনো ভয় পাচ্ছো।
আমার মতো তুমিও আমায়, ভুলতে তুমি পারোনি;
আমার ভালোবাসার ছোঁয়া, মুছতে কাউকে দাওনি।
কোথাও আছো কেমন আছো, হয়তো ভালোই আছো;
আমি একা একলা পথিক, ভিখিরি বানিয়ে রেখেছো।
খুঁজেছি কত, আজও খুঁজছি, বুঝিনি তো ফন্দি;
সেই যে গেলে বদলে দিয়ে, জীবনের খেয়া নদী।
খুঁজবো কত আর তোমায়, এ বৃথা চেষ্টাই হয়তো;
বাঁচবো আমি তোমার হৃদয়ে, এ ভূল আমার নয়তো!
হৃদয়ের মাঝে শুধুই শূন্যতা, তুমি হীন শুধু আমি;
তোমার জন্যে সুখ খুঁজেছি, ফিরিয়ে দিয়েছো তুমি।
একটা জীবন এমনই, আমার কষ্টে কেটে যাবে;
তুমি ভালো থেকো সুখে থেকো, এই প্রার্থনা রবে।
ভুলেও ভুলতে পারিনি, তুমি হৃদয় করেছো হরণ;
ভালোবাসার হৃদয় মন্দিরে, নিত্য করছি যে যতন।
যেখানে থেকো ভালো থেকো, প্রার্থনা শুধু গো এই;
এ জীবনে না হোক, পরের জনমে তোমায় যেন পাই।
-------------@-------------
- করণ দীঘি, উত্তর দিনাজপুর।