Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন
শ্রাবণ সন্ধ্যাডোনা সরকার সমাদ্দার০৩.০৮.২০২৩
শ্রাবণের ঘনঘটা ছেয়েছে সন্ধ্যার আকাশকে।অঝোর ধারায় বৃষ্টি হচ্ছে।টেবিলে দু কাপ চা।মুখোমুখি তুই আমি।ভরসার হাত ধরে আছে হাত দুটো।চোখে চোখ রয়েছে।যা স্বপ্ন দেখেছিল একসাথে।ক…

 


সৃষ্টি সাহিত্য যাপন


শ্রাবণ সন্ধ্যা

ডোনা সরকার সমাদ্দার

০৩.০৮.২০২৩


শ্রাবণের ঘনঘটা ছেয়েছে সন্ধ্যার আকাশকে।

অঝোর ধারায় বৃষ্টি হচ্ছে।

টেবিলে দু কাপ চা।

মুখোমুখি তুই আমি।

ভরসার হাত ধরে আছে হাত দুটো।

চোখে চোখ রয়েছে।

যা স্বপ্ন দেখেছিল একসাথে।

কেটে গেছে বহু সময়।

তবু অঙ্গীকার একসাথে চলার।

শ্রাবণধারা অনেক কিছুই ধুয়ে দিলেও

ধুতে পারে নি প্রতিশ্রুতিগুলো।

আজও একসাথে সাহস স্বপ্ন দেখার।

থাক না স্বপ্নপূরণ সব।

একসাথেই কেটে যাক এইভাবেই

আগামীর পথচলা।