সৃষ্টি সাহিত্য যাপন
#প্রভাতের_আলো#মালবিকা_পাণ্ডা২৩/০৭/২০২৩
অন্ধকার সরিয়ে ধীরে ধীরে রবিরেখাউদ্ভাসিত হয় পূব আকাশে ।মনের পিঞ্জরে বন্দী পাখি ছুঁতে যায় রবির আলো । সোহাগ মাখানো নরম আলোয় শরীরভিজিয়ে নেয় ক্লান্ত বিহঙ্গ ।দূর হতে শোনা…
সৃষ্টি সাহিত্য যাপন
#প্রভাতের_আলো
#মালবিকা_পাণ্ডা
২৩/০৭/২০২৩
অন্ধকার সরিয়ে ধীরে ধীরে রবিরেখা
উদ্ভাসিত হয় পূব আকাশে ।
মনের পিঞ্জরে বন্দী পাখি ছুঁতে যায়
রবির আলো ।
সোহাগ মাখানো নরম আলোয় শরীর
ভিজিয়ে নেয় ক্লান্ত বিহঙ্গ ।
দূর হতে শোনা যায় সাগরের আগত
জোয়ারের ধ্বনি ।
সৈকতের আবর্জনা টেনে নেয় নিজের
বক্ষে ভাটার টানে ।
সপ্ত রথে উপবিষ্ট অরুণ
পৃথিবীর প্রতি কোণে ছড়িয়ে
দেয় সোনাঝরা আলো ।
ঘুমিয়ে থাকা পাখিরা করে
কলরব ।
ভোরের শিশির মাখা তৃণ
মাথা তুলে প্রকৃতিকে জানায়
সুপ্রভাত ।
মালবিকা পাণ্ডা
( লেখা : ২৩/০৭/২০২১ )